মঙ্গলবার পর্যন্ত SIR-এ বাদ ১৪ লক্ষ নাম, কোন জেলায় সবচেয়ে বেশি ছাঁটাই?

Published on:

Published on:

Mass Deletions Continue in SIR in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া (SIR in Bengal)। আর সেই কাজ এগোতেই সামনে আসছে একের পর এক নতুন তথ্য। সোমবার পর্যন্ত ১০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পর, মঙ্গলবার দুপুরে সেই সংখ্যা বেড়ে পৌঁছল প্রায় ১৪ লক্ষে। স্বাভাবিকভাবেই এই সংখ্যা রাজ্যের রাজনৈতিক মহলে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে।

একদিনের ব্যবধানে বেড়ে গেল বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষের সংখ্যা (SIR in Bengal)

বিহারের পরে এবার ভোটমুখী পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR in Bengal)। কমিশনের তরফে জানানো হয়েছিল, রাজ্যজুড়ে বিলি করা ফর্ম, ডিজিটাইজেশন ও যাচাইয়ের ভিত্তিতে ছাঁটাই হবে ভোটার তালিকা। সপ্তাহের শুরুতেই জানা যায়, SIR করতে গিয়ে সোমবার পর্যন্ত ১০ লক্ষ নাম বাদ গিয়েছে। আর মাত্র একদিনের ব্যবধানে সেই হিসেব আরও বেড়ে গেল।

মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ১৩ লক্ষ ৯২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। অর্থাৎ, একদিনে আরও ৪ লক্ষ নাম মুছে গেল তালিকা থেকে। সংখ্যাটা মিলিয়ে দাঁড়াল প্রায় ১৪ লক্ষ।

কমিশন সূত্রের খবর, এখন পর্যন্ত শতাংশের হিসেবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা অঞ্চল থেকে। এর পরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। অন্যদিকে, গতকাল পর্যন্ত রাজ্যে মোট ৭ কোটি ৬৪ লক্ষ ৫৯ হাজার ১২৯টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, যা শতাংশের হিসেবে ৯৯.৭৭%। এর মধ্যে ডিজিটাইজড হয়েছে ৫ কোটি ৩৭ লক্ষ ৫১ হাজার ৬২৬টি ফর্ম, যা শতাংশে ৭০.১৪%।নির্বাচন কমিশন জানিয়েছে, SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Mass Deletions Continue in SIR in Bengal

আরও পড়ুনঃ পার্টির ফান্ডে কত অনুদান ঢুকছে? হিসাব চাইলো সুপ্রিম কোর্ট, নোটিস গেল কমিশনে

SIR নিয়ে ইতিমধ্যেই তুমুল রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে রাজ্যে (SIR in Bengal)। বিরোধী দলের একাংশ, বিশেষ করে বিজেপি, দাবি করছে বাংলায় ১ কোটি থেকে ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। কেউ কেউ আরও বড় সংখ্যার কথাও তুলেছেন। যদিও কমিশনের বর্তমান তথ্য বলছে, এখনও পর্যন্ত বাদ পড়েছে প্রায় ১৪ লক্ষ নামই।