করোনাকে হারিয়ে জয়ী হলেন ১০৩ বছরের বৃদ্ধা, বিয়ার পান করে করলেন সেলিব্রেশন

বাংলা হান্ট ডেস্কঃ এই সময় ভারত (India) সমেত গোটা বিশ্ব করোনার প্রকোপে ত্রস্ত। এই ভাইরাস সব বয়সী মানুষদের কাবু করছে, কিন্তু অসুস্থ আর বৃদ্ধদের সবথেকে বেশি আক্রান্ত করছে এই ভাইরাস। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে, যেটা শুনে আপনি খুবই খুশি হবে।

ম্যাসাচুসেটস এর এক ১০৩ বছর বয়সী বাসিন্দা করোনাকে হারিয়ে দিয়েছেন। আর উনি হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন।

আমেরিকার ১০৩ বছরের ওই বৃদ্ধা জেনি স্টিজনা (Jennie Stejna) করোনাকে হারানোর পর হাসপাতালে ঠাণ্ডা বিয়ার খেয়ে সেলিব্রেট করেন। ওনার করোনার বিরুদ্ধে লড়াইয়ের খবর শুনে চারিদিকে প্রশংসা হচ্ছে।

https://twitter.com/wsuares/status/1265735736919240704

প্রায় তিন সপ্তাহ আগে জেনি স্টিজনার রেসাল্ট পজেটিভ এসেছিল। সেই সময় তিনি নার্সিং হোমে ছিলেন। ওনার স্বামী অ্যাডাম গুন বলেন, সবাই ভেবেছিল উনি আমাদের ছেড়ে চলে যাবেন, কিন্তু ওনার অদম্য সাহস ওনাকে করোনার বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর