ঘুমের মধ্যেই কেঁপে উঠল মাটি, ভয়াবহ ভূমিকম্পে পরপর ধূলিসাৎ ঘরবাড়ি, মৃত ৩১!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আবারও ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) ধ্বংসলীলা চাক্ষুষ করল বিশ্ব। মঙ্গলবার রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের (Philippines) মধ্যাঞ্চল। ৬.৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে রিখটার স্কেলে। ভূমিকম্পের (Earthquake) জেরে বহু ঘরবাড়ি ধূলিসাৎ হয়েছে। অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১৪০ জন আহত বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বাড়ছে ক্ষয়ক্ষতি

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বোগো শহর থেকে ১৭ কিমি উত্তর পূর্বে ছিল এই ভূমিকম্পের (Earthquake) কেন্দ্রস্থল। সবথেকে বেশি ক্ষতিও এখানেই হয়েছে বলে জানা যাচ্ছে। বোগো শহরেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Massive earthquake of 6.9 in the night

শুরু হয়েছে উদ্ধারকাজ: ভূমিধসের জেরে পাহাড়ি গ্রামে প্রচুর ঘরবাড়ি ধসে পড়েছে। সেসব ধ্বঃসস্তূপের তলায় বহু মানুষ আটকা এখনও পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে, গতরাতের ভূমিকম্পের (Earthquake) সময় অনেকেই ঘুমের মধ্যে থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

আরও পড়ুন : এক ঝটকায় দাম বাড়ল ১,৫০০ টাকা! টাটার এই শেয়ার প্রথমবার পেরোল ১০,০০০-এর গণ্ডি

কেন এমন ভূমিকম্প: বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার-এ অবস্থান করার কারণে ফিলিপিন্স ভূমিকম্পপ্রবণ (Earthquake) দেশ। তবে অধিকাংশ সময়েই কম্পনগুলি মৃদু হওয়ায় টের পাওয়া যায় না। কিন্তু এবারের ভূমিকম্পে বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্রের খবর, সান রেমিজিও শহরে একজন শিশু সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন : নবমীতে ভাসবে কলকাতা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সর্তকতা, জানুন আজকের আবহাওয়ার খবর

ভূমিকম্পের পরেই সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তরফে। তবে পরে জানানো হয়, সুনামির আপাতত কোনও সম্ভাবনা নেই। যদিও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।