করোনা হাসপাতাল অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৮২ রোগী

বাংলাহান্ট ডেস্কঃ ভয়াবহ অগিকাণ্ড (Massive Fire) করোনা হাসপাতালে। অক্সিজেন সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে। আগুনের গ্রাসে এসে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৮২ জন করোনা রোগী। জানা যাচ্ছে, শনিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সময় লেগে যায় রবিবার ভোর পর্যন্ত।

ঘটনাটি ঘটেছে করোনা বিধ্বস্ত ইরাকের (Iraq) রাজধানী বাগদাদে। সেখানকার ইবন আল-খাতিব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) ফেটেই এই আগুনের ঘটনা। মৃতদের মধ্যে ২২ জন করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁরা ছিলেন ভেন্টিলেশনে। তারাও এই আগুনের গ্রাসে এসে প্রাণ হারায়। ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের গাফিলতির অভিযোগ ওঠে। অগ্নিকাণ্ডে মৃতদের খবর নিশ্চিত করেছে সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রক।

Iraq

যানা যাচ্ছে, আরও ১১০ জন রোগী গুরুতর আহত। মোট প্রায় ২০০ জন রোগীকে অন্যত্র ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের শরীর আগুনে ঝলসে গিয়েছে। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি। ইতিমধ্যেই ওই হাসপাতালের এক শীর্ষ আধিকারিককে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী (Mustafa Al-Kadhimi)।

ইরাকের মানবাধিকার কমিশনের মুখপাত্র আলি আল-বায়াতি এই ঘটনায় টুইট করে লিখেছেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এতজন রোগীর প্রাণ গেল। যার জেরে সেই আগুন ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, মারণ ভাইরাস করোনা ইরাকে জাঁকিয়ে বসেছে। অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে সেখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজার। এমনকি এখনও পর্যন্ত ১৫ হাজারেরঅ অধিক মানুষ করোনায় (Corona Outbreak)মারা গিয়েছেন সেখানে।

সম্পর্কিত খবর