সল্টলেকে একের পর এক বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি! গোটা এলাকায় তুমুল আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ সন্ধ্যার দিকে সল্টলেকে ফাল্গুনী আবাসনের কাছে পরপর বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে ওঠে। একাধিক সিলিন্ডার বিস্ফোরণের কারণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এরপর অগ্নিকান্ড ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে না আসায় আরো পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এই অগ্নিকান্ডের জেরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে এলাকার বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু গিয়েছেন। তিনি গোটা ঘটনার পর্যবেক্ষন করছেন এবং স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দমকলের তরফে তুমুল তৎপরতা দেখা গিয়েছে, তবে কীভাবে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তা এখনো জানা যায়নি।

জানা গিয়েছে যে, রবিবার সন্ধ্যায় ফাল্গুনী আবাসনের পিছনের বস্তিতে আচমকা আগুনের লেলিহান শিখা দেখা যায়। এরপরই দমকলে খবর দেওয়া হয়, দমকলের তরফে তৎক্ষণাৎ পাঁচটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ায় দমকলের কাজে ব্যাঘাত ঘটে। এরপর আরো পাঁচটি ইঞ্জিন আনা হয়।

দমকলের কর্মীরা জানান যে, আগুন নেভানোর সময় আরো কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়, এই কারণে আগুনের উৎস খুঁজে পেতে সমস্যা দেখা দিচ্ছে। ঝুপড়িতে কেউ আটকে আছেন নাকি, তাও জানা সম্ভব হয়নি। দমকলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে চলেছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর