শিয়ালদহ স্টেশনের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড! জ্বললো পুলিশের গাড়ি, ঘটনাস্থলে দমকল বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ শহরের বুকে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো সর্বত্র। ঘটনার কেন্দ্রস্থল শিয়ালদহ (Sealdah) স্টেশনের বাইরে একটি পার্কিং লট। উক্ত স্থানে এদিন আগুন লাগার ঘটনায় শোরগোল পড়ে যায় মানুষজনের মধ্যে। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে শহরের বুকে অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। কয়েকদিন পূর্বেই বেলেঘাটা এবং কামারহাটিতে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এলাকাবাসী। সেই ধারা বজায় রেখে এদিন বেলা বাড়তে শিয়ালদহ স্টেশনের এক নম্বর গেটের বাইরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এর ভয়াবহতা এতই বেশি ছিল যে, তৎক্ষণাৎ একটি পুলিশের গাড়ির পাশাপাশি দুটি বাইক পর্যন্ত পুড়ে যায়।

সূত্রের খবর, অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী এবং পরবর্তীতে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় সাধারণ মানুষজনের কোনো রকম ক্ষতি হয় নি বলেই জানা যাচ্ছে। তবে এক্ষেত্রে গাড়িতে শর্ট সার্কিটের জন্য অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হলেও প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত নেমেছে রেল।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে কামারহাটি জুটমিলের একটি ডিপার্টমেন্টে (সেলাই) আগুন লেগে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেই সময় উক্ত স্থানে উপস্থিত বেশ কয়েকজন কর্মী কোনমতে প্রাণ বাঁচিয়ে পালায়। পরবর্তী সময়ে দমকলের দুটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে এবং দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেয় তারা।

jpg 20221119 130203 0000

অপরদিকে, ওইদিনই বেলেঘাটার লোহার কারখানায় আচমকাই আগুন লাগার ঘটনা শোরগোল ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার দরুণ দমকলের চারটি ইঞ্জিনকে এসে পরিস্থিতির সামাল দিতে হয়। ঘটনায় ২ জন জখম হন। আর এবার এই তালিকায় যুক্ত হলো শিয়ালদহ স্টেশন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর