বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার রেলস্টেশনের কাছে ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড (Train Fire)। পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর একের পর এক বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখা উঠে গেল আকাশের দিকে। দাহ্য পদার্থভর্তি ওই ট্রেনে আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিপো থেকে অপরিশোধিত তেল (Crude Oil) নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেন। রেললাইন থেকে বগি লাইনচ্যুত হয়ে উল্টে যেতেই ঘটে বিস্ফোরণ (Train Fire)। আগুনের ফুলকি ঢুকে পড়ে তেলের ট্যাঙ্কারে। পরপর তিনটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।
আগুনের লেলিহান শিখা, রুদ্ধ ট্রেন চলাচল (Train Fire)
চারটি বগিতে আগুন (Train Fire) লাগার পরেই তা থেকে আলাদা করে ফেলা হয় অন্যান্য অংশ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় রেল দমকল বিভাগ (Train Fire)। ওভারহেড বিদ্যুৎ সংযোগ (Overhead Power Supply) বন্ধ করে দেওয়া হয়। আগুনের তীব্রতায় রেলপথ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। চেন্নাই (Chennai) থেকে মাইসোর, বেঙ্গালুরু ও কোয়েম্বাটোরগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের প্রাথমিক রিপোর্টে কী আছে?
দক্ষিণ রেল (Southern Railway) সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেনটি তিরুভাল্লুরের কাছে ট্র্যাকচ্যুত হওয়ার পরেই স্ফুলিঙ্গ ছিটকে গিয়ে তেলের বগিতে পৌঁছে (Train Fire)। সেখান থেকেই প্রথম বিস্ফোরণ। এরপর আগুন লেগে যায় পরপর কয়েকটি বগিতে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে রেল আধিকারিক ও বিশেষ তদন্তকারী দল। পণ্যবাহী ট্রেন দুর্ঘটনা (Train Fire) ঘিরে জারি হয়েছে উচ্চ পর্যায়ের সতর্কতা।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক
ভয়াবহ বিস্ফোরণ ও লেলিহান আগুন (Train Fire) ছড়িয়ে পড়ার ছবি ইতিমধ্যেই ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় বাসিন্দারা বলেন, “আকাশের দিকে আগুন উঠে যাচ্ছিল। মাটি কাঁপছিল বিস্ফোরণে।” আপাতত হতাহতের কোনও খবর নেই। কিন্তু তেলের ধোঁয়া এবং আগুনের তেজে বহু মানুষ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন।