CSK শিবির থেকে ছিটকে গেলেন তারকা পেসার, তার বদলে ধোনিদের দলে মালিঙ্গার উত্তরসূরি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেন্নাই সুপার কিংস চলতি আইপিএল ২০২২-এর জন্য নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে-কে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। মিলনে-র বদলি হিসেবে তারা মাথিশা পাথিরানাকে সই করেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস-এর প্রথম ম্যাচে মিলনে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়েছিলেন এবং তারপরের বাকি পাঁচটি ম্যাচে আর মাঠে নামতে পারেননি। এবার টুর্নামেন্টের বাকি অংশ থেকেও ছিটকে গেলেন তিনি।

তার জায়গায় চেন্নাই সুপার কিংস দলে সুযোগ পাওয়া মাথিশা পাথিরানা হলেন শ্রীলঙ্কার একজন তরুণ ১৯ বছর বয়সী মিডিয়াম পেসার যিনি ২০২০ এবং ২০২২ সালে শ্রীলঙ্কার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন৷ তিনি ২০ লাখ মূল্যের বেস প্রাইসে চেন্নাই সুপার কিংসে যোগ দেবেন৷ পাথিরানার বিশেষত্ব হলো তার আনঅর্থোডক্স বোলিং অ্যাকশন, যা অনেকটা মনে করিয়ে দেয় লাসিথ মালিঙ্গার কথা। তার বোলিং ভঙ্গির কারণে ব্যাটারদের অনেকসময়ই বলের লেংথ বুঝতে সমস্যা হয়।

চলতি মরশুমে চেন্নাইয়ের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থিকশানা। তার বোলিংয়ের বৈচিত্র্যর সামনে অস্বস্তিতে পড়ছেন বড় বড় ব্যাটাররা। আরসিবির বিরুদ্ধে চেন্নাইয়ের এখনও অবধি একমাত্র জয়ে ৪ উইকেট নিয়েছিলেন এই প্রতিভাবান স্পিনার। এবার এই তরুণ শ্রীলঙ্কান মিডিয়াম পেসারের কাছ থেকেও একইরকম পারফরম্যান্স চাইবে সিএসকে ভক্তরা।

আজকের চলতি মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে সুবিধাজনক জায়গায় রয়েছে চেন্নাই। মুকেশ চৌধুরীর দুরন্ত বোলিংয়ের দৌলতে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষান খাতা না খুলেই ফিরে গেছেন। ঈশানকে ভয়ংকর অথচ দৃষ্টিনন্দন এক ইয়র্কারে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপর ডিওয়াল্ড ব্রেভিসের উইকেটও তুলেছেন মুকেশ। প্রতিবেদনটি লেখার সময় মুম্বাইয়ের স্কোর ছিল ১৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১১।

X