আচমকাই কেটে দেওয়া হল শাহি ইদ্গাহর বিদ্যুৎ সংযোগ, তুমুল চাঞ্চল্য মথুরায়

বাংলাহান্ট ডেস্ক: বিচ্ছিন্ন করে দেওয়া হল মথুরার শাহি ইদ্গাহ মসজিদের (Shahi Idgah Mosque) বিদ্যুৎ সংযোগ। রবিবার মসজিদ কমিটির বিরুদ্ধে বেআইনি বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মসজিদের বিদ্যুৎ সংযোগ। একইসঙ্গে তাদের থেকে মোটা অঙ্কের জরিমানাও আদায় করা হয়েছে। 

প্রশাসনের (Matura) তরফে মসজিদ কমিটির সচিব তনভীর আহমেদের থেকে জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বেআইনি বিদ্যুত সংযোগের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। শাহি ইদ্গাহ মসজিদে বেআইনি বিদ্যুৎ সংযোগ রয়েছে, এই অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়। গত ৫ ফেব্রুয়ারি এই অভিযোগ আনা হয়। 

shahi idgah

তারপরেই এই পদক্ষেপ নেওয়া হল প্রশাসনের তরফে। প্রশাসনের বিবৃতি অনুযায়ী, মথুরা জেলা পুলিশ ও বিদ্যুৎ দফতরের একটি যৌথ দল গিয়ে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। কৃষ্ণ নগর থানায় বিদ্যুৎ আইন ২০০৩-এর ১৩৫ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই অভিযোগটি জানিয়েছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্ট। তারপরেই প্রশাসনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

shahi idgah

প্রসঙ্গত, শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্ট (Shri Krishna Janmabhumi mukti nirman trust) ও মসজিদ কমিটির মধ্যে একটি আইনি লড়াই চলছে। বলা হয়, ১৬৬৯-৭০ সালে শাহি ইদগাহ মসজিদ নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব (Aurangzeb)। কিন্তু এই সময়ে তিনি প্রাচীন কেশবনাথ মন্দির (Kehsavnath Temple) ধ্বংস করে দেন। এই মন্দিরটি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে নির্মিত ছিল। কিন্তু ১৯৩৫ সালে বারাণসীর রাজা কৃষ্ণদাসকে ১৩.৩৭ একরের এই জমিটি দিয়ে দেয়। ১৯৫১ সালে এই জমি অধিগ্রহণ করে শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট।

১৯৬৮ সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংঘ এবং শাহি ইদ্গাহ কমিটির মধ্যে বোঝাপড়া হয়। ট্রাস্ট ওই ১৩.৩৭ একর জমি হাতে পায়। এছাড়াও ইদ্গাহ মসজিদের পরিচালনার দায়িত্ব পায় ইদ্গাহ কমিটি। বলা হয়, দু’পক্ষের মধ্যে ওই জমিতে একইসঙ্গে মন্দির ও মসজিদ বানানোর কথা হয়। কিন্তু বর্তমানে শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে ১০.৯ একর ,জমির মালিকানা রয়েছে। 

ad

Subhraroop

সম্পর্কিত খবর