বাংলা হান্ট ডেস্ক : পয়গম্বর মহম্মদকে নিয়ে করা তার মন্তব্যে নড়েচড়ে বসেছিল দেশ থেকে বিদেশ। নাহ্, কোনও মনগড়া কথা তিনি বলেননি। কিছু তেঁতো সত্যকে সকলের সামনে তুলে ধরেছিলেন তিনি। তাতেই শুরু হয়ে যায় অশান্তি। কথা হচ্ছে নুপূর শর্মাকে (Nupur Sharma) নিয়ে। তার বক্তব্যকে সমর্থন করায় এক ব্যক্তির ধড় থেকে গলা আলাদা করে দেয় আততায়ীরা। আর এবার সেই নুপূর শর্মাকে খুন করার ছক কষার অভিযোগে গ্রেফতার মৌলবী আবু বকর টিমল।
নুপূরের পাশাপাশি হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানা, হায়দরাবাদের বিধায়ক বিজেপি নেতা রাজা সিং ও এক হিন্দি নিউজ চ্যানেলের এডিটর-ইন-চিফ সুরেশ চভঙ্কেকে খুনের পরিকল্পনা করছিল বছর ২৭ এর এই যুবক। সেই সাথে বড় আকারের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার সমস্ত প্ল্যান পরিকল্পনা সেরে ফেলেছিল মৌলবী আবু বকর টিমল।
সূত্রের খবর, মুসলিম শিশুদের ইসলাম শিক্ষা দিতেন তিনি। পড়াতেন প্রাইভেট টিউশনিও। এছাড়াও একটি সুতো কারখানায় ম্যানেজার পদে অধিষ্ঠিত ছিলেন এই অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একটি গোপন সূত্র মারফত পুলিশ জানতে পারে দাঙ্গা সৃষ্টির সমস্ত প্রস্তুতি নিচ্ছে টিমল। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল নিয়ে ধর্মীয় বিভাজনমূলক পোস্ট করছেন তিনি।
আরও পড়ুন:মিলল না আমেঠির টিকিট, জামাইবাবুতে আস্থা নেই রাহুলের? ফেসবুকে বিস্ফোরক রবার্ট বঢরা
খবর সামনে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। টিমলের মোবাইল চ্যাট খুলতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। জানা যায়, নেপাল ও পাকিস্তানের দুই নাগরিকের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছিলেন তিনি। উপদেশ রানাকে খুন করার জন্য ১ কোটি টাকা সুপারি দেওয়ার কথা বলেছেন তিনি। সেই সাথে প্রয়োজনীয় অস্ত্র তিনি জোগান দেবেন বলে জানিয়েছেন।