ব্যর্থ ধোনি! ম্যাক্সওয়েল, হ্যাজেলউডদের দুরন্ত বোলিংয়ে CSK-কে টেক্কা দিলেন কোহলিরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুরন্ত জয়ে টানা দুই ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে টপ ফোরের দৌড়ে ফিরলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে হারিয়ে পয়েন্টস টেবিলে নিজেদের সুবিধাজনক জায়গায় নিয়ে গেলেন দু প্লেসিসরা। ধোনি অধিনায়ক হওয়ার পরে মাত্র একটি ম্যাচ জিতেই ফের হারের মুখ দেখলো সিএসকে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন দু প্লেসিস। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হন তিনি। অপর ওপেনার বিরাট কোহলি অত্যন্ত শ্লথ গতিতে ব্যাটিং করে ৩৩ বলে ৩০ রান করে মঈন আলীর বলে বোল্ড হন। এরমধ্যেই ৩ বলে ৩ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন ম্যাক্সওয়েল।

এরপরে আরসিবির ইনিংসকে টানেন মহিপাল লোমরোর। ২৭ বলে ৪২ রান করে থিকসেনার শিকার হন তিনি। এরপর রজত পতিদার(২১) এবং দীনেশ কার্তিকের (২৬*) রানের ইনিংসে ভর করে বোর্ডে ১৭৩ রান তোলে ব্যাঙ্গালোর। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আরসিবিকে বড় রান তোলা থেকে আটকান থিকসেনা।

রান তাড়া করতে নেমে আবারও দুর্দান্ত ব্যাটিং করেন দুই ওপেনার। ৫৪ রানের পার্টনারশিপ হয় ঋতুরাজ এবং ডেভন কনওয়ের মধ্যে। ঋতুরাজ ২৮ রানে আউট হলেও টানা দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতরান সম্পন্ন করেন কনওয়ে (৫৬)। কিন্তু তিনি আউট হওয়ার পর মঈন আলী (৩৪) ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ব্যর্থ ধোনি এবং জাদেজা। শেষপর্যন্ত ১৬০ রানের বেশি তুলতে পারেনি সিএসকে। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষল প্যাটেল। মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন অজি তারকা ম্যাক্সওয়েল। তার আর এক অজি সতীর্থ জস হ্যাজেলউড কৃপণ বোলিং করে ধোনির উইকেট নেন। এই ম্যাচ আরসিবি পয়েন্টস তালিকায় চার নম্বরে উঠে এলো।


Reetabrata Deb

সম্পর্কিত খবর