স্নিগ্ধ তুষারে ঢাকতে চলেছে হিমালয়ের রানি

Published On:

বাংলাহাণ্ট ডেস্কঃ উত্তর ও পূর্বা ভারত জুড়্রেই চলছে বৃষ্টি। মেঘলা আকাশের কারনে গত দুদিন ধরে তাপমাত্রাও বেড়েছে বেশ খানিকটা। কিন্তু বৃষ্টির জল ও হাওয়ার তান্ডবে গৃহবন্দী অনেকেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কমতে চলেছে বর্ষন , বেলার দিকে উঠতে পারে রোদও। আর তার জেরেই আবার শীতের কামড় পড়তে পারে শহর কলকাতায়।

কলকাতা সহ দক্ষিনের জেলাগুলিতে বৃষ্টি কমলেও উত্তর বঙ্গে এখনই সেরকম কোনো আশা দেখছেন না আবহাওয়াবিদরা। বরং তা বাড়তে পারে বলেই অভিমত তাদের।একই সাথে গত শীতের মতই  বাঙ্গালির প্রিয় শৈল শহর দার্জিলিং-এ হতে পারে তুষারপাতও।যদিও শনিবার ভোর থেকেই আকাশ  পরিষ্কার থাকায় দার্জিলিং থেকে বেশ স্পষ্টই দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। পশ্চিমের জেলাগুলিতেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

প্রসঙ্গত,  কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে ৭ ডিগ্রি নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছে। আবার, সর্বনিম্ন তাপমাত্রাও ১৬ ডিগ্রির সেলসিয়াস আসেপাশে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার এই কাছকাছি আসার কারনে সারাদিন ধরেই অনুভূত হবে শীত।যদিও তা স্বাভাবিকের থেকে কম না হওয়ার কারনে মোটের ওপর আবহাওয়া থাকছে মনোরম। কিন্তু আগামীকাল থেকেই নীচে নামতে শুরু করবে পারদ যার ফলে আবার শৈত্য প্রবাহ শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিন ও পশ্চিমের জেলাগুলিতে ।

উত্তরবঙ্গে বৃষ্টির কারনে আপনার যদি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবার ইচ্ছে থাকে তাতে বাধ সাধতে পারে মেঘ। কিন্তু সেই পা পাওয়া তুষারপাত দিয়ে পুষিয়ে দেবে শৈল শহর এমনটাই মনে করছেন ভ্রমন পিপাসুরা।

X