বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক!

 

বাংলা হান্ট ডেস্ক:সোশ্যাল মিডিয়ার সব থেকে বেশি জনপ্রিয় অ্যাপ ফেসবুক।এই ফেসবুক সারা বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। বহু মানুষ ফেসবুক ছাড়া দিন শুরু করতে পারেন না। আরে ফেসবুকই ভেঙে দেওয়ার কথা বললেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস।

হ্যারিস বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনপ্রিয় মিডিয়া সংস্থা ফেসবুক ভেঙে দেওয়ার কথা বললেন। হ্যারিস সেদিন বলেন,বিষয়টিকে একটু জোর দিয়ে ভাবার জন্য।

4d976 img 20190514 wa0018 1

বর্তমানে ২০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। কিন্তু তাদের পরিচয় গোপন রাখতে ব্যর্থ ফেসবুক সংস্থা। তাই এরকম পরামর্শ দিলেন হ্যারিস।

যদিও সংস্থার মুখপাত্র নিক ক্লেগ হ্যারিসের কথা মেনে নেননি। নিক বলেন এত বড় একটা সংস্থা ভেঙে দেওয়ার কোন অর্থ হয় না।

সম্পর্কিত খবর