উপনির্বাচন আটকাতে তৎপর শুভেন্দু? আচমকাই দিল্লি সফর ঘিরে বাড়ছে জল্পনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবারই ভবানীভবনে রাজ্যের গোয়েন্দাদের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু দিনভরের ঠাঁসা কর্মসূচি থাকার কারণে তিনি এদিনের হাজিরা এড়িয়ে যান। তবে সমস্ত কিছু কাজ মিটিয়ে শুভেন্দু অধিকারী আচমকাই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে খবর।

কিন্তু কী কারণে তিনি দিল্লি যাচ্ছেন, সেটা এখনও জানা যায়নি। তবে বিরোধী দলনেতার আচমকা দিল্লি সফর ঘিরে বেড়েছে তুমুল জল্পনা। জানা গিয়েছে যে, ভবানীপুরের উপনির্বাচন নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। এমনকি সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে।

সোমবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরে কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। এরপর তিনি কলকাতায় ফিরে সেখান থেকে দিল্লি উড়ে যেতে পারেন। গুঞ্জন উঠছে যে, ভবানীপুরের উপ নির্বাচন নিয়েই শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফর।

উল্লেখ্য, কমিশনের তরফ থেকে ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন যে, দেশের ৩১টি কেন্দ্রের উপনির্বাচন বাদ রেখে শুধু ভবানীপুরেই কেন? তিনি ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আইনি সাহায্য নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।

সম্পর্কিত খবর

X