ভোটের আগে আরেকটি ধাক্কা! আজ বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের এই দাপুটে বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ আজ বিজেপিতে যেতে পারেন তৃণমূলে দাপুটে বিধায়ক। হুগলির বৈদ্যবাটিতে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সভায় বড়সড় চমক থাকার ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির এক নেতা। আর সেই সভাতেই আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে নাম লেখাতে পারেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

jitendra tiwari tmc fb

এর আগেও জিতেন্দ্র তিওয়ারির বিজেপি যোগের কথা উঠেছিল। কিন্তু সেই সময় আসানসোলের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘোর আপত্তিতে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন নি। এরপর তিনি আবার নিজের পুরনো দলেই ফিরে যান। কিন্তু সেই দলে এখন আর আগের মতো সম্মান নেই ওনার।

সেই সময় শুধু বাবুল সুপ্রিয়ই না, বিজেপির নেতা সায়ন্তন বসু এবং নেত্রী অগ্নীমিত্রা পালও জিতেন্দ্র তিওয়ারির সমালোচনা করেছিলেন। আর এই কারণে তাঁদের শোকজও করা হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল যে, বিজেপি জিতেন্দ্র তিওয়ারিকে অত সহজেই হাতছাড়া করতে রাজি নয়।

এবার নতুন করে জিতেন্দ্র তিওয়ারির দলে যোগ দেওয়ার জল্পনা উঠতে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ‘জিতেন্দ্রবাবু আসানসোলের একজন বড় নেতা। তিনি দলে থাকাকালীন মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে চিঠি লিখে যেই বিস্ফোরক তথ্য তুলে ধরেছিলেন, সেটা অনেক সাহসী পদক্ষেপ ছিল। আমি ওনাকে নিয়ে আপত্তি দেখিয়েছিলাম। কিন্তু এখন সবকিছু ভুলে মোদীজির নেতৃত্বে একসঙ্গে কাজ করার কোনও অসুবিধে নেই আমার। ওনাকে দলে স্বাগত জানাচ্ছি।”


Koushik Dutta

সম্পর্কিত খবর