রোহিত শর্মার জায়গা নিতে প্রস্তুত ৮৫-র গড় থাকা এই প্লেয়ার, চলছে বিশেষ প্রস্তুতি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২৬ শে ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ভারতীয় দলের নজর থাকবে প্রথম ম্যাচ থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর চাপ তৈরি করার। তবে এই সিরিজের আগে রোহিত শর্মার চোটের কারণে ভারতীয় দলের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। রোহিতের অনুপস্থিতিতে ইনিংস খুলবেন ময়ঙ্ক আগরওয়াল। তার ওপর ওপেনার হিসেবে যে একটা বড় দায়িত্ব আছে সেটা ময়ঙ্ক জানেন। সেই কারণেই দক্ষিণ আফ্রিকায় ভারতকে প্রথম সিরিজ জয় উপহার দিতে নিজের সেরাটা দিতে মরিয়া তিনি।

প্রাক্টিসেও ময়ঙ্ক আগরওয়ালের মধ্যে দেখা গিয়েছে ভালো করার ইচ্ছার প্রতিফলন। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেন তিনি। টেস্টের আগে নিজের ব্যাটিংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করতে চান গত সিরিজের নায়ক। তাই, প্রশিক্ষণের সময়, অফ স্টাম্পের বাইরে গিয়ে শর্ট বলের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি

mayank

গত সিরাজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ময়ঙ্ক। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে ১৫০ ও ৬২ রান করেন তিনি। ময়ঙ্ক ভাগ্যবান যে রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে চোট পেয়েছিলেন, তা না হলে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও সুযোগ পেতেন না প্রথম একাদশে, বসে থাকতে হতো বেঞ্চে। কিন্তু এখন তৃতীয় ওপেনার হিসাবে নয়, সিরিজে প্রধান ওপেনার হিসাবে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন তিনি।

এর আগেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ময়ঙ্ক ভালো ব্যাটিং করেছেন। তিনি এখনও পর্যন্ত এই দলের বিপক্ষে ৩ টেস্টে ৮৫ গড়ে ৩৪০ রান করেছেন। এর মধ্যে একটি রয়েছে একটি দ্বিশতরানও। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসটি দেশের মাটিতে বিশাখাপত্তনমে খেলেছিলেন। এখনও দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে খেলার অভিজ্ঞতা নেই ময়ঙ্কের। এটি তার প্রথম সফর। তাই তার কাজটা একেবারেই সহজ হবে না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর