কোহলির দুশ্চিন্তা দূর করলেন এই প্লেয়ার, দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতের জায়গায় করবেন ওপেনিং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মাসের ২৬ তারিখ থেকে ৩ টি টেস্ট এবং ৩ টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। এই সিরিজের আগে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা চোটের কারণে মাঠের বাইরে। এখন প্রশ্ন হলো যদি এই তারকা ব্যাটসম্যানের প্রথম একাদশে আসবেন কোন ব্যাটার?

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য, ভারতীয় দলের কাছে এমন শক্তিশালী তারকা রয়েছে যে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হতে পারে। আপনারা জানেন যে ময়ঙ্ক আগরওয়াল ইতিমধ্যেই ভারতীয় দলের স্কোয়াডে রয়েছেন। সম্প্রতি, নিউজিল্যান্ড সিরিজে ময়ঙ্কের পারফরম্যান্স তাকে সারা বিশ্বে পরিচিত করে তুলেছে। যেখানে বড় তারকা ব্যাটার-রা ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন, সেখানে মায়াঙ্ক দুই ইনিংসেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এমন পরিস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব নিতে পারেন মায়াঙ্ক।

mayank

এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। তার ব্যাট যেন আগুন ঝড়াচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৫০ রান করেন। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসেও কঠিন সময়ে ৬২ রানের অবদান রাখেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারও দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে।

এখানে বলে রাখা ভালো যে রোহিত শর্মা অন্যান্য অনেক ক্রিকেটারদের সাথে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য মুম্বাইতে অনুশীলন করছিলেন। তখনই নেটে একটি বল লেগে যায় রোহিতের আঙুলে। ইন্ডিয়া ডটকমে প্রকাশিত ইনসাইড স্পোর্টস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, থ্রো-ডাউনের সময় একটি বল সোজা রোহিত শর্মার গ্লাভসে এসে লাগে, যার ফলে তাকে ব্যথায় কাতরাতে দেখা যায় এবং সিরিজ থেকে ছিটকে যান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর