বাংলা হান্ট ডেস্ক : নতুন সংসদ ভবন (New Parliament House) সেন্ট্রাল ভিস্টাকে (Central Vista) কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি। বিতর্ক বেঁধেছে এর উদ্বোধন নিয়ে। কেন্দ্র সরকারের পরিকল্পনা নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোল বেঁধেছে সেটা নিয়েই। সেই বিতর্কেই নিজের অবস্থান স্পষ্ট করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী (Mayawati)।
কী নিয়ে বিতর্ক? কেন্দ্র সরকার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অনুমোদন দেয় করোনা অতিমারির মধ্যেই। প্রথম থেকেই বিতর্কের আগুনে পুড়েছে এই প্রকল্প। বিরাট অংকের টাকা ব্যায় করে এই রকম সুরম্য সংসদ ভবন তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী পক্ষ। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে সম্পূর্ণ হয়েছে সেন্ট্রাল ভিস্টা। এরই মধ্যে মাথা তুলেছে নতুন বিতর্ক।
জানা যাচ্ছে, কেন্দ্র সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে আগামী ২৮ মে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানেই আপত্তি বিরোধীদের। তাঁদের দাবি, ভারতের সর্বোচ্চ নাগরিক রাষ্ট্রপতি থাকতে প্রধানমন্ত্রী কেন? বিরোধী জোটের ১৯টি দল উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছে।
কী বললেন মায়াবতী? বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী সেন্ট্রাল ভিস্টার উদ্বোধন নিয়ে তিনটি টুইট করেন। তিনটি টুইটেই স্পষ্ট করে দেন চলমান বিতর্কে নিজের অবস্থান।
1. केन्द्र में पहले चाहे कांग्रेस पार्टी की सरकार रही हो या अब वर्तमान में बीजेपी की, बीएसपी ने देश व जनहित निहित मुद्दों पर हमेशा दलगत राजनीति से ऊपर उठकर उनका समर्थन किया है तथा 28 मई को संसद के नये भवन के उद्घाटन को भी पार्टी इसी संदर्भ में देखते हुए इसका स्वागत करती है।
— Mayawati (@Mayawati) May 25, 2023
প্রথম টুইট : নিজের প্রথম টুইটে মায়াবতী লেখেন, ‘কেন্দ্রে কংগ্রেস সরকার থাকুক বা বর্তমান বিজেপি সরকার, দেশের এবং জাতির মঙ্গলে বহুজন সমাজবাদী পার্টি বরাবরই দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠেছে। ঠিক সেভাবেই আগামী ২৮মে নতুন সংসদ ভবনের উদ্বোধনকে সমর্থন করে। কেন্দ্র সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানায় বিএসপি।
দ্বিতীয় টুইট : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নতুন সংসদ ভবনের উদ্বোধনের কৃতিত্ব না দেওয়া নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু আমার মনে হয়, এতে অন্যায়ের কিছু নেই। সরকার এটা তৈরি করেছে তাই তা উদ্বোধন করার অধিকার সরকারেরই। রাষ্ট্রপতির আদিবাসী মহিলা হওয়ার প্রসঙ্গটিও এখানে যুক্ত করার কোনও কারণ নেই।
তৃতীয় টুইট : দেশের মানুষের কাছে সমর্পিত হওয়ার জন্য তৈরি হওয়া নতুন সংসদ ভবন উদঘাটন সমারোহতে সম্মেলিত হওয়ার নিমন্ত্রণ পত্র পেয়েছি। আমি শুভেচ্ছা জানাই সরকারের এই নতুন প্রকল্পকে। কিন্তু, একাধিক দলীয় কর্মসূচী থাকায় এই উৎসবে আমি সম্মিলিত হতে পারব না।