রাজ্যে স্থগিত MBBS-এ ভর্তির প্রক্রিয়া! চিকিৎসক হওয়ার স্বপ্নে বড় ধাক্কা ছাত্র-ছাত্রীদের, জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

MBBS admissions in the state closed indefinitely students in uncertainty

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত এ বছরের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া (MBBS)। সূত্রের খবর ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। জানা যায় ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমবিবিএস ভর্তি, অনিশ্চয়তায় পড়ুয়ারা (MBBS)

ওবিসি জটের মাঝে বাধ সাধলো ডাক্তারি ভর্তির প্রক্রিয়া। সোমবার স্বাস্থ্য ভবনের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দাওয়া হয়েছে। যার ফলে এমবিবিএস (MBBS) এ প্রথম বর্ষের কাউন্সিলিং প্রক্রিয়া আটকে গেল। পাশাপাশি এই ডেন্টাল ভর্তি প্রক্রিয়া ও আপাতত রয়েছে। স্বাস্থ্য ভবনের দফতরের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করার তথ্যই দেওয়া হয়েছে। কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এই বিজ্ঞপ্তি বার হওয়ার পর যথারীতি অন্ধকারের মুখে পড়েছে ভবিষ্যতের চিকিৎসক পড়ুয়ার। তাদের মতে, কত দিনে এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে সেই বিষয়ে যেহেতু স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। তাই তারা যথেষ্ট উদ্বেগে রয়েছে।

MBBS admissions in the state closed indefinitely students in uncertainty

আরও পড়ুন: খালি পেটে মৌরি চা খেলে পাবেন একাধিক উপকার; তবে কিছু ক্ষেত্রে হতে পারে ক্ষতিও, বিশেষজ্ঞদের পরামর্শ…

স্থগিতাদেশের ফলে প্রায় ১১ হাজার পড়ুয়াদের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ ডাক্তারি পড়ুয়াদের ভর্তি থেকে বার্ষিক পরীক্ষা পুরোটাই গোটা দেশ জুড়ে স্বাস্থ্য শিক্ষা এম এন সির গাইডলাইন মেনে প্রায় এক সময় হয়ে থাকে। এই স্থগিতাদেশের ফলে একাংশ বেশি মেধা পড়ুয়ার পাড়ি দিয়ে দিতে পারে বলে মনে করছে একাংশ।

এই বিজ্ঞপ্তিতে বেরোনোর পর, সমাজমাধ্যমে বিজেপি নেতা সুকান্ত মজুমদার পোস্ট করে লিখেছেন- রাজ্যে মেডিক্যাল ভবিষ্যৎ অনিশ্চিত। পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞপ্তি করে হঠাৎ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলিং এর ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। যার ফলে রাজ্যের হাজার হাজার মেডিকেল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকেরা দিশেহারা হয়ে পড়েছেন।