ভারতের এই ক্রিকেটাররা পাকিস্তানকে ভালোবাসে, BCCI-এর ভয়ে বলে না! বিস্ফোরক দাবি পাক তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) দুর্দান্ত প্রতিভাবান পেসার মহম্মদ আমিরের (Md. Amir) কথা ভারত সহ সকল দেশের ক্রিকেটপ্রেমীরাই জানেন। অত্যন্ত অল্প বয়সে নিজের প্রতিভার কারনে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) সুযোগ করে নিয়েছিলেন। কিন্তু তারপর ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িয়ে বেশ কিছুদিনের জন্য নির্বাসিত ছিলেন। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2017) ফাইনালে বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে অসাধারণ বোলিং করে তাদেরকে দীর্ঘদিন পরে কোন আইসিসি (ICC) আয়োজিত ট্রফি জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি।

পাকিস্তানের জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলেছেন মাত্র ২৮ বছর বয়সে। ২০২০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি অবসর ঘোষণা করে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিনি দাবি করেছিলেন দেশের হয়ে খেলার যে মানসিক চাপ তা তিনি সামলাতে পারছেন না। যদিও তার পরেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ক্রিকেট খেলা চালিয়ে গেছেন তিনি।

amir pak
ভারতের বিরুদ্ধে বিধ্বংসী আমির

এবার আচমকাই তার আইপিএল খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগামী মরশুমে ভারতের জনপ্রিয় মিলিয়ন ডলার লিগে এই বাঁ-হাতি পাক পেসারকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ২০০৯ সাল থেকে পাকিস্তানের কোন ক্রিকেটারই আইপিএলের অংশ হতে পারেন না। তাহলে কি করে এমনটা সম্ভব হবে?

এই মুহূর্তে মহম্মদ আমির ইংল্যান্ডে বসবাস করেন। আর এক বছরের মধ্যেই তিনি সেই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। আর তাহলেই তার আইপিএল খেলার কোন বাঁধা থাকবে না। ঠিক এভাবেই পাক ক্রিকেটার আজহার মাহমুদ অন্য দেশের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। তবে ৩১ বছর বয়সী পেসার যে আইপিএল খেলবে না এমনটা তিনি নিশ্চিত করে বলেননি।

তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “আমার ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার এখনো এক বছর দেরি রয়েছে। যখন আমি পাসপোর্ট হাতে পাবো তখন ভেবে দেখব যে কোন বিষয়টা করা বেশি জরুরী। তবে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট আমি খেলব না। আইপিএল খেলব কিনা সেই উত্তর সময় দেবে। তবে ভারতের অনেক ক্রিকেটারও পাকিস্তানের ক্রিকেটারদের ভালোবাসেন এবং চান যে তারা আইপিএল খেলুক। শুধুমাত্র বিসিসিআইয়ের ভয়ে তারা প্রকাশ্যে মুখ খুলতে পারে না।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর