‘লজ্জার বিষয়’, উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাজস্থানের উদয়পুরের সম্প্রতি ঘটে গেছে নারকীয় হত্যাকাণ্ড। প্রাক্তন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার করা পয়গম্বর এর বিরুদ্ধে মন্তব্য কে সমর্থন করায় কানহাইয়ালাল নামক এক দর্জীকে নৃশংসভাবে খুন করে দুই আততায়ী। তাদের নাম রিয়াজ আখতারি ও গাউস মহম্মদ। ঘটনাটিকে আরও মারাত্মক আকার দিয়েছে তার পরবর্তী ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য কান্ডের ব্যাপারে সম্প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।

ওই ভিডিওর প্রতিবাদ করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বড় বড় তারকাও। কিছুদিন আগে ইরফান পাঠান এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। তখন অবশ্য ইরফানকে ব্যাঙ্গের শিকার হতে হয়েছিল। এবার সেই মুণ্ডচ্ছেদের ঘটনার সরব প্রতিবাদ জানিয়েছে ২০০৩ বিশ্বকাপে রানার্স আপ হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ কাইফ।

মহম্মদ কাইফ নিজের টুইটার একাউন্ট থেকে টুইট করে লিখেছেন, “আমি একনিষ্ঠ ভাবে মনে করি যে এই হত্যাকে কোনওভাবে ন্যায্য প্রমাণ করা যায় না এবং ধর্মের প্রকৃত অনুসারীরা সেটা করবেন। সভ্য সমাজকে কালিমালিপ্ত করে উদয়পুরের এই ঘটনা।”

কয়েকদিন আগে এই নিয়ে মূখ খুলে বাজেভাবে ব্যাঙ্গের শিকার হয়েছিলেন প্রাক্তন পেস বোলার ইরফান পাঠান। এরই মধ্যে মামলার তদন্তকারী এনআইএ স্থানীয় উগ্রপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে দুজনের যোগাযোগ খতিয়ে দেখছে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর