পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই ক্রিকেটারকে নিয়ে চিন্তিত ভারতীয় দল, বড় বয়ান অশ্বিনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র তিনটে দিন। তারপরই রবিবার ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং পাকিস্তান চলতি বছরের তৃতীয় টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের মুখোমুখি হবে। গতবারের তিক্ত হারের স্মৃতি এখনো তাজা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। সেই ক্ষততে একমাত্র মলম লাগাতে পারে ভারতের দাপট একটি জয়। তবে সেই লড়াইটা একেবারেই সহজ হবে না। পাকিস্তানের দুর্বলতা অবশ্যই আছে তবে বেশ কিছু জায়গায় তারা প্রভূত উন্নতি করেছে।

সম্প্রতি ভারতীয় অফস্পিনার রবি অশ্বিন ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের এক ক্রিকেটারের খেলা বদলে দেওয়ার ক্ষমতার কথা নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করেছেন। ৩৬ বছর বয়সি ভারতীয় তারকা ক্রিকেটার সেদিন পাকিস্তানের বিরুদ্ধে দলে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। খুব সম্ভবত একজন জেনুইন স্পিনারকে নিয়েই মাঠে নামেন রোহিত শর্মা। সেক্ষেত্রে চাহাল, অক্ষর নাকি অশ্বিন কার ভাগ্যে শিকে ছিঁড়বে তা এখনও বোঝা যাচ্ছে না।

কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ নওয়াজকে নিয়ে। পাকিস্তানের তারকা অলরাউন্ডার পাকিস্তানের ব্যাটিং এর গভীরতা যেমন অনেকটা বাড়িয়ে দেয় ঠিক তেমনি বোলিংয়ের সময় বাবর আজমের হাতে একটি অতিরিক্ত বোলিং অপশন এনে দেয়। তার আগ্রাসী ব্যাটিং এবং বাঁ-হাতি অফস্পিন বোলিং যে কোনও দলের কাছে সম্পদ।

md nawaz

অশ্বিন সম্প্রতি তাঁর প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, “নওয়াজ পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য সে আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে এবং যেহেতু ও একজন বাঁহাতি ক্রিকেটার তাই আধুনিক ক্রিকেটের ধারায় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট উপহার দিয়েছে নিজের দেশকে। বল হাতে নিয়মিত ৪ ওভার বোলিং করার পাশাপাশি ব্যাট হাতে বড় শট খেলতেও ও সিদ্ধহস্ত।”

নিজের ইউটিউব চ্যানেলে নওয়াজের প্রশংসার পাশাপাশি পাকিস্তান সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে যেরকম পারফরম্যান্স করেছে সেই ব্যাপারটাও উল্লেখ করেছেন তারকা ভারতীয় অফস্পিনার। তার মতে পাকিস্তানের হাতে একাধিক দুর্দান্ত পেসার রয়েছে যারা খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অশ্বিন জানিয়েছেন ব্যাটিং বা স্পিন বিভাগ যতই উন্নত হোক পাকিস্তানের মূল অস্ত্র এখনো পেস বোলিংই।


Reetabrata Deb

সম্পর্কিত খবর