পতঞ্জলির মুকুটে নতুন পালক, বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম যুক্ত হল আচার্য বালাকৃষ্ণর

বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার (US) বিখ্যাত স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হল বিশ্বের অগ্রণী বিজ্ঞানীদের নামের তালিকা। সবাইকে অবাক করে দিয়ে সেই তালিকায় স্থান করে নিলেন পতঞ্জলি (Patanjali) যোগিপিঠের মহামন্ত্রী আচার্য বালাকৃষ্ণ। এই ঘটনায় খুশির ঢেউ পতঞ্জলি পরিবারে। যোগ গুরু বাবা রামদেব জানান, বালাকৃষ্ণের এই সাফল্যে ভেষেজ উদ্ভিদ থেকে তৈরি ওষুধ এবং আয়ুর্বেদিক চিকিৎসার সুনাম গোটা বিশ্বে আরও বৃদ্ধি পাবে।

বাবা রামদেব এদিন বলেন, ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর তালিকায় নাম রয়েছে পতঞ্জলির আচার্য বালাকৃষ্ণের। এটা দারুণ খুশির খবর। এই সাফল্য ভারতীয় যোগ শাস্ত্র, আয়ুর্বেদ চিকিৎসার পদ্ধতি, ভেষজ পদ্ধতিতে তৈরি ভারতীয় ওষুধের সুনাম বৃদ্ধি করবে গোটা বিশ্বে।’ স্বামী রামদেব এদিন আরও বলেন, ‘পতঞ্জলিই হল একমাত্র সংস্থা, যারা আয়ুর্বেদ নিয়ে কাজ করে গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। শুধু তাই নয়, একমাত্র আয়ুর্বেদ গবেষণার জন্য বিশ্বমানের গবেষণাগার শুধু পতঞ্জলিতেই রয়েছে।’

রামদেব বালা কৃষ্ণের প্রশংসা করে বলেন, ‘পতঞ্জলির সমস্ত গবেষণা মূলক কাজ তাঁর নেতৃত্বেই হয়। ওই গবেষণা একাধিক জড়িবুটি নিয়ে ক্রমাগত গবেষণা চলছে। আর সেই গবেষণার ফল প্রকাশ করা হয় একাধিক আন্তর্জাতিক জার্নালে। আচার্য বালা কৃষ্ণানের নেতৃত্বে প্রায় ৫০০ -এর বেশি বৈজ্ঞানিক নিরলস পরিশ্রম করে চলছে নতুন কিছু তথ্য আবিষ্কার করার জন্য।

আচার্য বালা কৃষ্ণের ব্যাপারে তিনি আরও বলেন, ‘বালা কৃষ্ণ প্রচুর বই লিখেছেন। তাঁর গবেষণা লব্ধ জ্ঞান সাধারণ মানুষের অনেক উপকারে লাগবে। আয়র্বেদ বিষয়ক গবেষণার বই বিশ্বের ৮০টি ভাষায় প্রকাশিত হয়।’ তবে এই প্রথম নয়। এর আগে ইউএন-এর ইউএনএসডিজি সংস্থা বালা কৃষ্ণকে সম্মানিত করেছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর