বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। আর লোকসভা ভোটকে পাখির চোখ করে শাসক বিরোধী দুই পক্ষ লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যেই, বিরোধী জোট তৈরি হয়েছে সর্বভারতীয় স্তরে। সেই জোটের সূচনাপর্বে একমঞ্চে দেখা গিয়েছে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীদের। বিরোধীদের গঠিত এই ‘ইন্ডিয়া’ জোট নিয়ে বর্তমানে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে ৷
এদিকে, এই সর্বভারতীয় স্তরের জোটের কারণেই বঙ্গরাজনীতিতে শাসক বিরোধী সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’তে এই জোট নিয়ে স্পষ্ট বার্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Selim)। তাঁর বক্তব্য, ‘রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে প্রতি ইঞ্চিতে।’ পাশাপাশি, তিনি আরোও জানিয়েছেন, ‘নেতা নয়, নীতির লড়াই এটা’।
বর্তমানে পশ্চিমবঙ্গে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস পরস্পরবিরোধী যুযুধান দুই পক্ষ। কিন্তু, বেঙ্গালুরুতে হাত মেলার একদিন পরেই সেলিমের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে “আমাদের অবস্থান খুবই পরিষ্কার। বাংলায় লড়াই সাম্প্রদায়িক বিজেপি ও তৃণমূলের চোরদের বিরুদ্ধে। আমরা অবশ্যই থাকব এবং এই লড়াইয়ে কংগ্রেস এবং আইএসএফ সহ সমস্ত বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করব।”
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে ইয়েচুরির একটি ভিডিও প্রকাশের পরেই সিপিএমের মধ্যেও মতপার্থক্য তীব্রতর হয়েছে। তার বার্তায়, তিনি বলেছিলেন যে বিরোধী দলগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য এবং রাজ্যগুলির সংশ্লিষ্ট দলগুলি এখন বিজেপি-বিরোধী ভোটের সর্বাধিকতা নিশ্চিত করার জন্য কী ধরণের নির্বাচনী ব্যবস্থা করা সম্ভব তা নিয়ে আলোচনা শুরু করবে…”
তবে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলে দিয়েছেন, “সিপিএমের রাজনৈতিক লাইন বেঙ্গালুরু বৈঠক দেখে ঠিক হয় না। পটনা বৈঠক দেখেও হয় না। এমনকী সামনে মুম্বই-সহ আরও যত বৈঠক হবে তার কোনওটি দেখেই হয় না। পার্টি কংগ্রেসে সে সিদ্ধান্ত নয়। সিপিএমের মুখপাত্র বলছে, গত পার্টি কংগ্রেসে বিজেপিকেই সবথেকে বড় বিপদ বলে সিদ্ধান্ত হয়েছে।”