বাংলাহান্ট ডেস্ক : শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলদিয়ার সভায় মন্তব্য নিয়ে তাঁকে চূড়ান্ত তোপ দাগলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, “অভিষেক এবং তাঁর স্ত্রী যে ভাবে ফেঁসেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় দালাল হিসেবে কাজ করছেন। মমতা নাগপুর গেছিলেন মোহন ভগবতের কাছে। সেখানে নিশ্চয়তা পেয়েছেন যে এখন ইডি-সিবিআই ধরবে না, তারপর এখন বড় বড় কথা বলছেন।” এর তথ্য প্রমাণ আছে বলেও দাবি করেন মহম্মদ সেলিম।
সিপিএম দফতরে বসে সাংবাদিক সম্মেলনে সেলিম আরও বলেন, শুধু লিপস অ্যাণ্ড বাউন্ডস নয়। ভাইপো আর তাঁর স্ত্রীর কোন কোন অ্যাকাউন্টে পাচারের টাকা গেছে সব তথ্য রয়েছে। সমস্ত পাচারের টাকা এ ঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গিয়েছে।
যদিও এ ব্যাপারে তৃণমূলের এক নেতা বলেন, সেলিম যদি ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহন ভগবতের কথা বলে সংখ্যালঘু ভোট ফেরাবেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার সংখ্যালঘুরা তাকেই ভোট দেবেন যে বিজেপিকে হারাতে পারবে। সিপিএম এসব থেকে এখন আলোকবর্ষ দূরে।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুরে প্রশাসনিক সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনা হল সেদিনই আবার কেশিয়াড়িতে এসেছিলেন মোহন ভগবত। মুখ্যমন্ত্রী প্রশাসনকে সে ব্যাপারে দুটি নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, দাঙ্গা যেন না হয় দেখবেন। সেইসঙ্গে এও বলেছিলেন, একটু ফল-মিষ্টি পাঠিয়ে দেবেন। অতিথি আপ্যায়নে যেন ত্রুটি না হয়।