বিরাট চাপ কাটলো BCCI-এর, ফাস্ট বোলিং নিয়ে ভারতের বড় সমস্যা মিটে গেল বিশ্বকাপের আগেই!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) আরম্ভ হওয়ার আগে আইসিসি (ICC) কিছু নতুন নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্ধারিত স্টেডিয়ামগুলির পিচ কিউরেটরদের কাছে। সেই নির্দেশিকায় বাউন্ডারির দূরত্ব ৭০ মিটার করার পাশাপাশি উপমহাদেশের উইকেটে শিশিরের প্রভাব এড়াতে পিচে কিছু অতিরিক্ত ঘাস রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এতে হয়তো স্পিনারদের জন্য কিছুটা অসুবিধা বাড়বে কিন্তু টস আর ম্যাচের ওপর খুব বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে সমস্ত পেসারদের সুস্থ সবল উপস্থিতিটা অত্যন্ত প্রয়োজনীয়। মহম্মদ শামিকে হয়তো সাম্প্রতিক অতীতে রোহিত শর্মা ব্যবহার করেননি, কিন্তু বিশ্বকাপে আইসিসির এই নীতির কারণেই কিছু ম্যাচে হার্দিক পান্ডিয়া থাকা সত্ত্বেও হয়তো তিন জেনুইন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে হবে ভারতকে।

শামি যে তৈরি আছেন সেটা তিনি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই বুঝিয়ে দিয়েছিলেন। গত এশিয়া কাপে ওই একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলা এই পেসার। ওই ম্যাচে ৮ ওভারে মাত্র ৩২ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন শামি। কিন্তু তার চাপ ছিল অন্য জায়গায়।

shami

তার বিরুদ্ধে দাম্পত্য হিংসার কেস চলছিল আদালতে। ২০১৮ সালের ৮ই মার্চ শামির স্ত্রী হাসিন জাহান যাদবপুর থানায় তার স্বামী, তার শ্যালক এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তাকে নির্যাতন এবং নিষ্ঠুর আচরণ করার অভিযোগে একটি এফআইআর দায়ের করেন। শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরে কেস চলে আসছিল এবং বিশ্বকাপের আগে ব্যাপারটি শামির উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারতো।

আরও পড়ুন: ভারতের জার্সিতে বাড়ছে ভারতীয় পতাকার উপস্থিতি! কোহলি, রোহিতদের দেখে উচ্ছসিত ভক্তরা

কিন্তু বিশ্বকাপের ঠিক আগে ভারতের তারকা পেশাল এর ওপর থেকে এই চাপ কেটে গেল। মঙ্গলবার ২,০০০ টাকার জামিন বন্ডে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। ভারতীয় পেসার এশিয়া কাপ খেলে ফিরে শারীরিকভাবে কলকাতার আদালতে হাজির হয়ে জামিন নেন। মঙ্গলবার একই আদালত থেকে শামির বড় ভাই মহম্মদ হাসিবকেও জামিন দেওয়া হয়। এবার হয়তো বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতিটা অনেক খোলা মনের সারতে পারবেন এই তারকা ফাস্ট বোলার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর