এই প্রথম হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন শামি, রাখলেন পোশাক এবং সংস্কৃতি নিয়ে বড় বক্তব্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কর্ণাটকে হিজাব বিতর্কের প্রভাব কিছুদিন ধরে গোটা দেশের মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও এই নিয়ে আলোচনা চলছিল। কর্ণাটকের ৭৫,০০০ টির মধ্যে, শুধুমাত্র আটটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং জুনিয়র কলেজে হিজাব সংক্রান্ত বিতর্ক রয়েছে। কর্ণাটক সরকার গত বৃহস্পতিবার আস্থা প্রকাশ করেছে যে সমস্যাটি সমাধান করা হবে। এদিকে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিও সম্প্রতি এই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ শামি হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন “আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। কিন্তু যতদূর জানি পোশাক এবং সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয় প্রতিটি পরিবারের ব্যক্তিগত। বাবা-মায়ের দায়িত্ব নিজের মতো করে এই ব্যাপারগুলির দেখাশোনা করা।

এখনও পর্যন্ত হিজাব বিতর্ক সম্পর্কিত পিটিশনের সিদ্ধান্ত হয়নি। কর্ণাটক হাইকোর্ট একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছে যেখানে কোনও ধরণের ধর্মীয় পোশাক পরে সমস্ত ছাত্রদের ক্লাসে বসতে নিষেধ করা হয়েছে। গত বৃহস্পতিবার তাও কিছু ছাত্রী শ্রেণীকক্ষে হিজাব এবং বোরখা পরার জন্য জোর দেওয়ায় বিতর্কটি আরও বেড়েছিল

কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি.এস. গ. নাগেশ সাংবাদিকদের এই সমস্ত তথ্য জানান। তিনি বলেছেন “৭৫০০০ টি স্কুল ও কলেজের মধ্যে মাত্র আটটিতে এই সমস্যা রয়েছে। আমরা এটি সমাধান করব। আমরা খুশি যে সমস্ত ছাত্ররা আমাদের আদেশ পালন করেছে।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর