বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের বিতর্কিতভাবে শিরোনামে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যা নিয়ে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। স্বাধীনতা দিবসের দিন তিনি একটি ভিডিও করেছেন নিজের বক্তব্যের এবং বলেছেন, “আমাদের দেশ আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমি আমার দেশকে ভালোবাসি। আমার মনে হয় আমাদের দেশের নাম শুধু ভারত বা হিন্দুস্থান হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন, ইন্ডিয়া নামটা বদলে দিন যাতে গোটা পৃথিবী আমাদের দেশকে ভারত বা হিন্দুস্থান নামেই চেনে।” তাঁর এই বক্তব্য শুনে ট্রোলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লিখেছেন, “কোনও দেশের নামকরণের নেপথ্যে অনেক তথ্য লুকোনো থাকে। কতটা শিক্ষার অভাব হলে একজন মানুষ এইরকম মন্তব্য করতে পারেন!”
এমন শিরোনামে আসাটা হাসিনের কাছে নতুন কিছু নয়। কিছুদিন আগেই আইপিএল ফাইনাল নিয়ে মন্তব্য করে ট্রোলড হয়েছিলেন। শামির সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে তিনি আইপিএল ফাইনালে মাঠেই উপস্থিত থাকতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তেমনটা হয়নি। তিনি বলেছিলেন শামির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর ক্রিকেট দেখাই ছেড়ে দিয়েছেন হাসিন জাহান। একটি সাক্ষাৎকারে নিজের স্বামী সম্পর্কে তিনি বলছিলেন, “ক্রিকেট নিয়ে আমার কোনওদিনই বিন্দুমাত্র উৎসাহ ছিল না। এর আগে পেশাগত খাতিরে কিছু ক্রিকেট অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কিন্তু এখন আমি খেলা দেখাই ছেড়ে দিয়েছি। কবে আইপিএল শুরু হয়েছে, কবে ফাইনাল, কোনও খবরই আর রাখি না।”
তার স্বামী যে খেলায় নিয়ে ব্যস্ত থাকেন সেই খেলারই তিনি খবর রাখেন না! এই প্রশ্নের জবাবে হাসিন বলেছেন “পেট তো চালাতে হবে। তাই ক্রিকেট খেলা দেখার সময় কোথায়। শামি তো নিজের মেয়েরও কোনও খবর রাখে না। গত জন্মদিনে ওর মেয়ে কতবার বাবাকে মেসেজ করল, ফোন করার জন্য। কিন্তু ও ফোন করেনি। আইপিএলের ফাইনালের দিন আর পাঁচটা দিনের মতোই কাটিয়েছি। শামি আর নিজের মেয়ের জন্য সামান্য কিছু টাকা পাঠায়। তাতে সংসার ঠিকঠাক চলে না। ফলে বাধ্য হয়ে গয়না বন্ধক রেখে অভাব মেটাতে হচ্ছে।”
আশ্চর্যের বিষয় হল, শামি ও হাসিন জাহানের আজ পর্যন্ত ডিভোর্স হয়নি। এই দম্পতি একে অপরের থেকে আলাদা থাকেন। আমাদের জানিয়ে দেওয়া যাক যে ২০১৮ সালে হাসিন জাহান শামির বিরুদ্ধে হামলা, ধর্ষণ, খুনের চেষ্টা এবং গার্হস্থ্য অত্যাচারের অভিযোগ করেছিলেন। এই সময়ের মধ্যে শামির বিরুদ্ধে অনেক মামলাও দায়ের করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। এ ছাড়া শামির ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধেও ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছিল।