বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার জবাব পাকিস্তানকে (Pakistan) কড়ায় গণ্ডায় দিয়েছে ভারত। কয়েকদিন ব্যাপী সংঘর্ষে কার্যত হালে পানি না পাওয়ার জোগাড় হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের। উপরন্তু সন্ত্রাসবাদ নিয়েও পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে গোটা বিশ্বের সামনে। তবুও দম্ভের শেষ নেই ‘নির্লজ্জ’ দেশটার। এবার আমেরিকায় গিয়ে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য করলেন পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তার পালটা জবাব দিল ভারতীয় বিদেশ মন্ত্রক।
আমেরিকা থেকে হুঙ্কার পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধানের
পাক দৈনিক সূত্রে খবর, ফ্লোরিডার টাম্পায় পাক-মার্কিন সম্প্রদায়ের সদস্যদের আয়োজিত একটি অনুষ্ঠানে বিষ্ফোরক মন্তব্য করেন মুনির। তিনি বলেন, ‘আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। আর যখন তারা তা নির্মাণ করবে তখন আমরা তা ধ্বংস করব’।
কড়া জবাব বিদেশ মন্ত্রকের: তিনি আরও বলেন, সিন্ধু নদ ভারতীয়দের নিজস্ব সম্পত্তি নয়। নদী থামাতে ভারতীয় পরিকল্পনা বাতিল করার জন্য পাকিস্তানের (Pakistan) সম্পদের কোনও অভাব নেই। পাক সেনাপ্রধানের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন।
আরও পড়ুন : “গোটা ভারতকে বেচে দেবে”, পুতিনের ‘ঘোড়ার চাল’ নিয়ে মোদীকে সতর্ক করলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু
কী বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে: বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের সময় পাক সেনাপ্রধানের করা মন্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার পাকিস্তানের মূলধন।’ একইসঙ্গে এও বলা হয়েছে, এই মন্তব্যগুলি একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে করা উচিত ছিল, যা হতাশাজনক। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
Statement by Official Spokesperson⬇️
🔗 https://t.co/aEi9bMFOHi pic.twitter.com/AGyyGNu8gv— Randhir Jaiswal (@MEAIndia) August 11, 2025
আরও পড়ুন : সেপ্টেম্বরেই মোদী-জেলেনস্কি সাক্ষাৎ, ইউক্রেনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে ট্রাম্পকে যোগ্য জবাব ভারতের
প্রসঙ্গত, সংঘর্ষ বিরতির পর পহেলগাঁও হামলার আবহে পাকিস্তানের (Pakistan) মুখোশ খুলতে বিভিন্ন দেশে সফর করেছিল ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল। তারপরেই পহেলগাঁও হামলার দায় স্বীকার করা, পাক মদতপুষ্ট ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিল আমেরিকা। তবে এবার ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কে অবনতির আবহে মার্কিন মুলুক থেকে ফের গলা চড়ালেন মুনির।