বাম কংগ্রেস জোট নিয়ে মমতার মন্তব্য বিকৃত করছে মিডিয়া : চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম-কংগ্রেস জোট নিয়ে বক্তব্য কে বিকৃত করার অভিযোগ উঠলো একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার কথা ঘোষণা করলেন। এই বিষয় নিয়ে বাম ও কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখান ওয়েলে নেমে, বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম বিধায়ক সুজন চক্রবর্তীর। পার্থর অভিযোগ অধ্যক্ষের দিকেও নাকি তেড়ে যান সুজন। যদিও সুজনের দাবি, বিধানসভা পরিচালনা করা হচ্ছে বেআইনিভাবে।

eea64 mamata story fb 647 0331160829 1 0

বিভিন্ন সংবাদমাধ্যমে রটেছে, একক ক্ষমতায়, বাংলায় বিজেপিকে রুখতে পারছেন না মমতা, তাই তিনি বাম-কংগ্রেসকে পাশে চেয়েছেন। বুধবার বিধানসভার অধিবেশনে মমতা বলেন, ‘আমাদের এখন জয়েন্টলি আসা দরকার।’বাম-কংগ্রেস অবশ্য স্পষ্ট জানিয়েছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই লড়াই তারা সমর্থন করেন, কিন্তু তাই বলে বিধানসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসাধন করতে তারা একেবারেই রাজি নন।


সম্পর্কিত খবর