৪ বউ ছেড়ে পঞ্চমবার ছাদনাতলায়! ৯২ বছর বয়সে ফের বিয়ে করছেন ধনকুবের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে প্রেমের কোনও বয়স হয় না। এই কথাই ফের একবার প্রমাণ করলেন ফক্স নিউজের কর্ণধার রুপার্ট মারডক। ৯২ বছর বয়সে পঞ্চম বারের জন্য বিয়ে করতে চলেছেন এই মিডিয়া পার্সোনালিটি। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রুপার্ট মারডক জানিয়েছেন আগামী জুনে তিনি বিয়ে করতে চলেছেন বান্ধবী এলেনা জুকোভাকে।

জানা গিয়েছে, এলিনা একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। মারডক ও এলিনার সম্পর্কের খবর  গত এপ্রিলে সবার সামনে আসে। তার চার মাস আগে মারডক রেডিও হোস্ট অ্যান লেসলি স্মিথের সাথে দুই সপ্তাহের দীর্ঘ বাগদান পর্ব ভেঙে দিয়েছিলেন। এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার তার মোরাগা আঙ্গুর বাগানে।

আরোও পড়ুন : ক্যান্সারের যম কাকিমার ‘ম্যাজিক টি’! ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের সমস্যা, এই চা’য়েই মিলবে মুক্তি

ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে অতিথিদের। ২০১৩ সালে ফক্স নিউজের এই কর্ণধার তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেং-এর সাথে দীর্ঘ ১৪ বছরের বিবাহিত সম্পর্কে ইতি টানেন। সূত্রের খবর, এলেনার মেয়ে দাসা জুকোভা একজন রাশিয়ান-আমেরিকান শিল্প সংগ্রাহক। রোমান আব্রামোভিচকে বিয়ে করেছিলেন, একজন রাশিয়ান অভিজাত শ্রেণীর এবং প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব চেলসির প্রাক্তন মালিককে তিনি বিয়ে করেছিলেন।

আরোও পড়ুন : এই শহর পাচ্ছে দেশের প্রথম চালকবিহীন মেট্রো! আর মাত্র ৩৭ টি টেস্টে পাশ করলেই তৈরি হবে ইতিহাস

মারডকের বাগদান পর্বের ঘটনা সামনে আসার পর তিনি সরে দাঁড়ান মারডকের মিডিয়া সাম্রাজ্য থেকে। নিউজ কর্প ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ এবং স্কাই নিউজ অস্ট্রেলিয়ার পাশাপাশি বই প্রকাশক হার্পারকলিন্স সহ স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক ডিজিটাল নিউজ আউটলেটের মারডক। 

rupert murdoch 081208208 16x9 0

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই মিডিয়া টাইকুনের সম্পদের পরিমাণ ৮.৯৬ বিলিয়ন। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আণবিক ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে আগে কাজ করতেন মারডকের নতুন বাগদত্তা। তিনি মূলত রাশিয়ার বাসিন্দা ছিলেন।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X