মাত্র ৫৬ হাজার টাকায় পড়া যায় MBBS! এই মেডিক্যাল কলেজ টক্কর দেবে AIIMS-কেও

বাংলাহান্ট ডেস্ক : স্কুলের পড়াশোনা শেষ করে অনেকেরই ইচ্ছা থাকে মেডিক্যাল নিয়ে পড়ার। তবে এমবিবিএস ডিগ্রির প্রবেশিকা পরীক্ষায় ভালো স্কোর করে মেডিক্যাল কলেজে (Medical College) সুযোগ পাওয়া অবশ্যই মুখের কথা নয়। গোটা দেশ জুড়ে ডাক্তারি শিক্ষার অসংখ্য সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে বিভিন্ন প্রান্তে।

মেডিক্যাল কলেজে (Medical College) পড়াশোনার খরচ:

তবে সেরার সেরা মেডিক্যাল কলেজের প্রসঙ্গ উঠলেই প্রথমে আসে AIIMS দিল্লির নাম। বছরের পর বছর ধরে দেশের সেরা মেডিকেল কলেজের তালিকায় একদম শীর্ষে অবস্থান করছে AIIMS দিল্লি। NIRF র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER), চণ্ডীগড় দেশের দ্বিতীয় সেরা মেডিক্যাল কলেজ।

Medical college cost details in India

তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ NIRF র‍্যাঙ্কিংয়ে রয়েছে তৃতীয় স্থানে। মেডিক্যাল পড়ুয়াদের কাছে ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি কলেজ ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ। উৎকৃষ্ট শিক্ষার মান ও নামমাত্র কোর্স ফি এই কলেজকে করে তুলেছে দেশের অন্যতম সেরা মেডিক্যাল ইনস্টিটিউট।

আরোও পড়ুন : সোয়েটার-টুপির সাথে,রেডি রাখুন ছাতা! বৃষ্টি হবে কলকাতায়? রইল আবহাওয়ার আগাম খবর

তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ একটি বেসরকারি মেডিক্যাল কলেজ। খ্রিস্টান সম্প্রদায় দ্বারা পরিচালিত এই কলেজের বয়স ১২৫ বছর। শিক্ষার মান ও উৎকর্ষতায় ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ প্রতিযোগিতায় ফেলতে পারে AIIMS-কেও। NEET UG-তে খুব ভালো স্কোর না থাকলে ভর্তি যাওয়া সম্ভব না ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে।

আরোও পড়ুন : কোটি কোটি টাকা যাবে জলে? গুরুতর চোটের সম্মুখীন KKR-এর এই তারকা প্লেয়ার, খেলবেন না IPL?

অনেক সরকারি মেডিক্যাল কলেজের থেকেও কোর্স ফি কম হওয়ায়, তামিলনাড়ুর এই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বহু শিক্ষার্থীর পছন্দের তালিকার একেবারে উপরের সারিতে। ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে (Medical College) প্রথম বর্ষে এমবিবিএস কোর্সের ফি ৫৬,৩৩০ টাকা। টিউশন ফি  বাবদ ৩০০০ টাকা, ভর্তির ফি বাবদ ১৬,৬৬০ টাকা, অন্যান্য বার্ষিক ফি বাবদ ২২,২৩৫ টাকা ও এককালীন ১৪,৪৩৫ টাকা দিতে হয় পড়ুয়াকে।

Medical college cost details in India

পাশাপাশি, পুরুষ শিক্ষার্থীদের অফেরতযোগ্য ১০ হাজার টাকা ও মহিলা শিক্ষার্থীদের অফেরতযোগ্য ৮ হাজার টাকা জমা দিতে হয় অ্যাডমিশন নেওয়ার সময়। অন্যদিকে, কলেজ হোস্টেলে থাকার জন্য পুরুষ শিক্ষার্থীদের ৮ হাজার টাকা ও মহিলা শিক্ষার্থীদের ৭ হাজার টাকা খরচ করতে হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর