বাংলাহান্ট ডেস্ক: টিআরপির টক্করে এঁটে উঠতে নিত্য নতুন সিরিয়াল (Serial) নিয়ে আসছে চ্যানেলগুলি। প্রথম সারির দুই চ্যানেলের মধ্যে চলছে সমানে সমানে টক্কর। কয়েক মাস যেতে না যেমন বন্ধ হচ্ছে একাধিক মেগা, তেমনি তাদের জায়গা নিচ্ছে অন্য নতুন সিরিয়াল। জি বাংলায় সম্প্রতি শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’।
৩ রা জুলাই সোমবার থেকে শুরু হয়েছে এই নতুন সিরিয়াল। মানালি মনীষা দে (Manali Manisha Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়দের মতো অভিনেত্রীদের। দমদার স্টারকাস্টযুক্ত সিরিয়ালে মুখ্য ভূমিকায় রয়েছেন মানালি। বেশ অনেকদিন পর স্টার জলসা থেকে জি বাংলায় ফিরেছেন তিনি।
নতুন সিরিয়ালে চেনা অচেনা মিলিয়ে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে দেখা গিয়েছে। তবে মানালির বিপরীতে নায়ক হিসেবে যাঁকে দেখা যাচ্ছে তাঁর পরিচয় জানেন? তিনি দ্রোণ মুখোপাধ্যায়। পেশায় স্কুল শিক্ষক, মায়ের ভাল ছেলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে যদি ভেবে থাকেন দ্রোণ নবাগত অভিনেতা তাহলে কিন্তু ভুল করবেন।
অনেকের কাছে অপরিচিত হলেও দ্রোণ একাধিক সিরিয়ালে কাজ করে ফেলেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলের সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তবে মুখ্য চরিত্রে নয়, মূলত পার্শ্ব চরিত্রেই বেশি অভিনয় করেছেন দ্রোণ। স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ সিরিয়াল থেকে শুরু করে আকাশ আট চ্যানেলের ‘পুলিশ ফাইলস’, ‘দীপাবলীর সাতকাহন’, ‘গল্প হলেও সত্যি’, ‘মেয়েদের ব্রতকথা’র মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি।
ছোটপর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে দ্রোণকে। এমনিতে বোলপুরের ছেলে তিনি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে পা রেখেছেন অভিনয়ে। এই প্রথম কোনো সিরিয়ালে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। নিজের অভিনয় দিয়ে কতটা দর্শকদের মন জিততে পারেন দ্রোণ সেটাই এখন দেখার।