প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ রাখেন না, একমাত্র মেয়ে প্রেরণার রূপের কাছে ফেল টলি সুন্দরীরাও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে টলিউডের অভিভাবক স্বরূপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কেরিয়ারের তিন দশক পূর্ণ করে ফেলেছেন তিনি। শিশুশিল্পী হিসাবে শুরু করে আজ তিনি টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল অনেক নেটিজেনদের। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন প্রসেনজিৎ। কিন্তু তাঁর প্রথম আর তৃতীয় স্ত্রীর তুলনায় দ্বিতীয় জন তেমন পরিচিত নন। এমনকি প্রসেনজিতের একমাত্র মেয়ে প্রেরণাকেও (Prerona Chatterjee) চেনে না অনেকেই।

অভিনেতার প্রথম স্ত্রী দেবশ্রী রায়। বন্ধু তথা সহ অভিনেত্রীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর নিজেকে দীর্ঘদিন গৃহবন্দি করে রেখেছিলেন তিনি। তারপর দ্বিতীয় বার অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তাঁদেরই সন্তান প্রেরণা, প্রসেনজিতের একমাত্র মেয়ে তথা প্রথম সন্তান।

prosenjit daughter

কিন্তু জানলে অবাক হবেন, প্রসেনজিতের সঙ্গে কোনো যোগাযোগ নেই মেয়ে প্রেরণার। ১৯৯৭ সালে অপর্ণাকে বিয়ে করেন প্রসেনজিৎ। দাম্পত্য জীবন সুখের কাটলেও এই বিয়েতেও এক সময় সমস্যা দেখা দেয় তাঁদের। শেষমেষ ২০০২ সালে আলাদা হয়ে যান প্রসেনজিৎ অপর্ণা। বাবা মায়ের বিচ্ছেদের সময়ে প্রেরণার বয়স ছিল মাত্র এক বছর।

বিচ্ছেদের সময়ে ওইটুকু মেয়েকে নিজের কাছেই রেখেছিলেন মা অপর্ণা। বিদেশে চলে গিয়েছিলেন তিনি। সেখানেই বড় হয়েছে প্রেরণা। বাবার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না তাঁর। বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গেও কোনো সংযোগ রাখেননি প্রেরণা। কিন্তু বড় হয়ে কোনো নায়িকার থেকে কম কিছু হননি তিনি।

prerona

প্রেরণার রূপ দেখলে মুগ্ধ হবেনই। স্টাইল স্টেটমেন্টও মেনটেন করেন তিনি। তবে অভিনয়ে আসার কোনো ইচ্ছা আপাতত তাঁর নেই। ওকালতি নিয়ে পড়ছেন প্রেরণা। লন্ডনে থাকেন তিনি। একবার প্রসেনজিৎ বলেছিলেন, তিনি তাঁদের জীবনে ঢুকতে চান না। তবে মেয়েকে একবার জড়িয়ে ধরতে চান। সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর