তাঁর পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ পেয়েছে নিষিদ্ধ তকমা, কে এই সুদীপ্ত সেন? জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিস জুড়ে এখন শুধু একটাই নাম ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। গত শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই সিনে জগৎ এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বাংলায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দ্য কেরালা স্টোরির প্রদর্শন। অথচ জানলে অবাক হবেন, ছবির পরিচালক কিন্তু আসলে একজন বঙ্গসন্তান, সুদীপ্ত সেন (Sudipto Sen)। বাঙালি হয়েও বাংলাতেই চলল না তাঁর পরিচালিত ছবি।

দ্য কেরালা স্টোরির ট্রেলার দেখে সকলেই নিশ্চয়ই মূল গল্পের আভাস পেয়ে গিয়েছেন। আবার কিছু মানুষ নিষিদ্ধ হওয়ার আগে মুক্তির পরপরই দেখে ফেলেছেন ছবিটি। অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়কে বড়পর্দায় তুলে ধরার জন্য পরিচালকের সাহসের প্রশংসা করছেন দর্শকরা। কিন্তু কে এই সুদীপ্ত সেন? কী তাঁর পরিচয়?

mamata kerala

দ্য কেরালা স্টোরির চিত্রনাট্য লেখা এবং পরিচালনা করেছেন সুদীপ্ত সেন। বলিউডের বেশ পরিচিত ছবি নির্মাতা তিনি। ২০০৬ সালে পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তাঁর প্রথম পরিচালিত ছবি ছিল ‘দ্য লাস্ট মঙ্ক’। এক অভিজাত পরিবারের মহিলা বৌদ্ধধর্ম গ্রহণ করে কীভাবে সন্ন্যাসের জীবন আপন করে নেন সেটাই পর্দায় তুলে ধরেছিলেন তিনি।

এছাড়া লখনউ টাইমস, গুরুজন, ইন দ্য নেম অফ লভ এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। মূলত স্বতন্ত্র প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করেন সুদীপ্ত সেন। দ্য কেরালা স্টোরি তাঁকে রাতারাতি লাইমলাইটে এনে ফেলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রসঙ্গত, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আদা শর্মা। ট্রেলারে প্রথমে তাঁকে কেরল বাসী এক হিন্দু মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ধীরে ধীরে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করা হয় তাঁকে। শেষে তাঁর জায়গা হয় ISIS-এ। ছবিতে উঠে এসেছে লভ জিহাদের অ্যাঙ্গেলও। সম্প্রতি বাংলায় ছবিটি নিষিদ্ধ হওয়া নিয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছেন বলে জানিয়েছেন পরিচালক সুদীপ্ত সেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর