‘তেরঙ্গা হটিয়ে জাতীয় পতাকাকে গেরুয়া করতে চায় বিজেপি’, বিস্ফোরক দাবি মেহবুবা মুফতির

বাংলা হান্ট ডেস্ক : মাঝে মধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন জম্মু কাশ্মীরের (Jammu & Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Ex CM Mehbooba Mufti)। উপত্যকা থেকে ধারা ৩৭০ এবং ৩৫ এ অবুলিপ্তির পর আরও সোচ্চার হয়েছেন তিনি। কখনও তিনি কাশ্মীরের সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে বিদ্রোহ করার হুমকি দেন। কখনও বা সরকার কাশ্মীরের ডেমোগ্রাফি পরিবর্তন করতে চাইছে বলে আওয়াজ তোলেন। এবার তিনি আর এক পা এগিয়ে ‘ভারতের জাতীয় পতাকা পরিবর্তন করতে চাইছে সরকার’ বলে ভয় দেখালেন সকলকে।

কাশ্মীরের রাজনীতির তিনি এক অতি গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু ইদানিং কালে হারিয়ে যাচ্ছেন রাজনীতির মূল স্রোত থেকে। তাই মাঝেমধ্যেই বেঁফাস মন্তব্য করে বসছেন। এমনই মনে করছে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এবার তাঁর বক্তব্য বিজেপি সরকার নাকি ভারতের জাতীয় পতাকার রংই পরিবর্তন করতে চায়। তেরঙ্গার বদলে এবার নাকি ভাগওয়াই হবে দেশের জাতীয় পতাকা। এমনই আশংকা প্রকাশ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

kashmir 6

মেহবুবা এদিন বলেন, ‘সব কিছু ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার। জম্মু-কাশ্মীরকে টুকরো করেছে, এখানের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমাদের জাতীয় পতাকাও কেড়ে নিয়েছে। এমন দিন আর বেশি দূরে নেই যখন ভারতের গোটা সংবিধানটাই পরিবর্তিত হয়ে যাবে। বিজেপি বুলডোজার দিয়ে সংবিধানকে ধ্বংস করে ফেলেছে।’

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন একাধিক দাবি করেন। তিনি বলেন, ‘লাদাখ জম্মু-কাশ্মীরের এক অভিন্ন অঙ্গ। আমাদের রাজ্যের আগের অবস্থা ফিরিয়ে দাও।’ তিনি আরও দাবি করেন জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ সামরিক আইনকেও প্রত্যাহার করে নেওয়া হোক। তিনি আরও দাবি করেন, ‘আমি মহাত্মা গান্ধীর ভারতের সমর্থক, নাথুরাম গডসের ভারতের নয়।’ তবে সাম্প্রতিক কালে টার্গেট কিলিং যেভাবে বেড়েছে সেখানে সেন সরিয়ে নিলে কাশ্মীরের অবস্থা ঠিক কী হবে তার কোনও সদুত্তর মেহবুবা মুফতির কাছ থেকে পাওয়া যায়নি।

Sudipto

সম্পর্কিত খবর