বুমরাকে পিছনে ফেলে আইসিসির ক্রমতালিকায় রেকর্ড এগিয়ে গেলেন বাংলাদেশের মেহেদি হাসান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে ঐতিহাসিক ঘটনা! শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেলেন বাংলাদেশী বোলার মেহেদি হাসান। আইসিসি ওয়ানডে বোলারদের ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার মেহেদি হাসান। অপরদিকে বোলারদের ক্রম তালিকায় অবনতি ঘটলো তারকা ভারতীয় প্রেসার জাসপ্রিত বুমরার।

তৃতীয় বাংলাদেশী বোলার হিসেবে এই নজির গড়লেন মেহেদি হাসান। মেহেদি হাসানের আগে মাত্র দু’জন বাংলাদেশি বোলার ক্রম তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে অবস্থান করতে পেরেছিল। মেহেদি হাসান তৃতীয় ক্রিকেটার হিসেবে সেই নজির গড়লেন। তিন ধাপ উঠে দুই নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান অপরদিকে এক ধাপ নেমে আইসিসির ক্রম তালিকায় এই মুহূর্তে পঞ্চম স্থানে অবস্থান করেছেন জাসপ্রিত বুমরার।

শ্রীলংকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ পারফরম্যান্স করছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ খেলে সাতটি উইকেট নিয়েছেন তিনি, যার কারণে আইসিসির ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মেহেদি হাসান। এছাড়াও আরও এক বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। যার সুবাদে একেবারে আট ধাপ উঠে আইসিসির ক্রম তালিকায় নবম স্থানে অবস্থান করেছে মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, আইসিসির ওয়ানডে বোলারদের ক্রমতালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

সম্পর্কিত খবর

X