২৪ ঘন্টা কাটার আগেই বিজেপি থেকে সরে দাঁড়ালেন মেহেতাব হোসেন।

গতকালই বিজেপিতে যোগদান করেছিলেন ময়দানের অতি পরিচিত মুখ মেহেতাব হোসেন। তবে 24 ঘণ্টা কাটতে না কাটতেই নিজের সিদ্ধান্ত থেকে পুরোপুরি ইউ টার্ন নিয়ে ফেললেন মেহেতাব। বিজেপিতে যোগদানের পরের দিনই তিনি বিজেপি থেকে সরে দাঁড়ালেন। তার এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন মেহেতাব হোসেন।

গতকাল 21 জুলাই উপলক্ষে যখন ভার্চুয়াল সভায় বক্তব্য রাখছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই রাজ্য বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন ময়দানের মিডফিল্ড জেনারেল। বিজেপিতে যোগদান করার পর মেহেতাব হোসেন জানিয়েছিলেন সাধারণ মানুষের জন্য আরও বেশি করে কাজ করার উদ্দেশ্যেই তিনি বিজেপিতে যোগদান করলেন।

24204990641c84312d1cba9056984e43113f4c27dae5ebb6ced41dace4199243626eaffc8

তবে বিজেপিতে যোগ দেওয়ার পরের দিনই তিনি বিজেপি থেকে সরে দাঁড়ালেন। এই বিষয়ে মেহেতাব হোসেন জানিয়েছেন পরিবারের সাথে সঠিক ভাবে আলোচনা না করেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই গতকাল যখন আমার বিজেপিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসে তখন থেকেই পারিবারিক ও পারিপার্শ্বিক ভাবে চারপাশ থেকে বিভিন্ন চাপ আসতে থাকে। অনেক প্রিয়জন রাজনীতিতে না নামার পরামর্শ দেন। সেই কারণে আমি বিজেপি থেকে সরে দাঁড়ালাম। বিজেপি থেকে সরে যাওয়ার যাবতীয় কারণ নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মেহেতাব হোসেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর