বাংলা হান্ট ডেস্কঃ সবেমাত্র শেষ হয়েছে তাদের ২৭ বছরের বিবাহিত জীবন। আর একবার দাম্পত্য-জীবনের সুতো কাটতেই শুরু হল সম্পদের স্থানান্তর। বিল গেটসের সংস্থা ক্যাসকেড তাদের প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার বিনিয়োগ করল মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দুটি সংস্থায়। ক্যাসকেডের ইনভেস্টমেন্ট সংস্থাটি বিল গেটসের বৃহত্তম সম্পদের অন্যতম।
কোকাকোলা ফেমসা এবং গ্রুপো টেলেভিসা নামক দুটি সংস্থায় এবার স্টক স্থানান্তর করল ক্যাসকেড। সম্প্রতি ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন বিল এবং মেলিন্ডা। কিছুদিন আগে টুইটারে একত্রেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন গেটস ফাউন্ডেশনের এই দুই মুখ্য কর্তা।
বিবাহ-বিচ্ছেদের দিনে নানা সুত্র থেকে উঠেছিল সম্পদ হস্তান্তরের কথা। সামনে আসছিল বিরাট মাপের সম্পদ স্থানান্তরের রিপোর্টও। তাদের যৌথ সম্পত্তি কিভাবে ভাগ হবে তা নিয়ে চর্চা ছিল বিস্তর। এর মধ্যেই সেই জল্পনায় জল ঢেলে বড় মাপের শেয়ার ট্রানস্ফার করল ক্যাসকেড।