মাঝরাস্তায় জ্বালানি ফুরিয়েছে মার্সিডিজের! অটো চালকের পায়ের ধাক্কায় এগোলো ৪০ লক্ষের গাড়ি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়াই মুশকিল। কাজের ফাঁকে একটু সময় পেলেই কিংবা অবসর সময়ে নেটমাধ্যমে ঢুঁ মারেন প্রত্যেকেই। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই লক্ষ লক্ষ ভিডিও নতুন করে ভাইরাল (Viral) হতে শুরু করে। যেগুলি দেখতে ভিড় জমান নেটিজেনরা।

তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। পাশাপাশি, সেগুলিকে প্রত্যক্ষ করে অবাকও হয়ে যান সকলে। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ির মাঝরাস্তাতেই জ্বালানি ফুরিয়ে যায়। এমতাবস্থায়, সেটিকে পা দিয়ে ঠেলে এগিয়ে নিয়ে যান এক অটো চালক। আর এই ভিডিওটিই এখন তুমুল ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

এমনিতেই গাড়িপ্রেমীদের কাছে মার্সিডিজ হল অত্যন্ত পছন্দের গাড়ি। এদিকে, সেই গাড়িরই এহেন অবস্থা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। মূলত, রাস্তায় বেরোলে গাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো অসুবিধে হলে রাস্তায় থাকা অন্যান্যজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই ভিডিওটিতেও ঠিক সেই ঘটনাই ঘটতে দেখা গিয়েছে। এখানে অটো চালক অভিনবভাবে গাড়িটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই ঘটনাটি ঘটেছে পুণেতে। সেখানকার কোরেগাঁও পার্ক রোডে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কারণে একটি মার্সিডিজ গাড়িকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন ওই অটো চালক। এদিকে, ওই গাড়িটির মডেল হল Mercedes Benz CLA 200d। যেটির দাম প্রায় ৪০ লক্ষ টাকা। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, লাল রঙের মার্সিডিজ গাড়িটির জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এক অটো চালক অটো চালাতে চালাতেই একটি পা দিয়ে গাড়িটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

আর এই দৃশ্যটিই রেকর্ড করা হয়। যা পরবর্তীকালে নেটমাধ্যমে সামনে আসে। এদিকে, ইতিমধ্যেই এই ভিডিওটি নেটিজেনরা দেখতে শুরু করেছেন। পাশাপাশি, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন তাঁরা। সর্বোপরি, ওই অটো চালক যেভাবে তাঁর পা দিয়ে গাড়িটিকে এগিয়ে যেতে সাহায্য করলেন তা দেখে সকলেই তাঁর প্রশংসাও করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর