বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইতিহাসে সর্বকালের সেরা বক্সার হলেন মেরি কম

বাংলা হান্ট ডেস্ক : বক্সিং জগতে এক আলাদা নজির গড়েছেন এমসি মেরি কম, বারবার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সোনা রুপো জিতে বিশ্বের দরবারে এক অনন্য নাম হয়ে উঠেছেন৷ এ বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এক নতুন ইতিহাস তৈরি করলেন মেরি কম৷ তাঁর কপালে উঠলেও এক নতুন পালক তাই এবার বিশ্বের সর্বকালের সেরা বক্সারের তকমা জুড়ল মেরি কমের পাশেই৷

https://twitter.com/BFI_official/status/1182165326198239232

অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বিশ্বের অন্যতম বক্সার মেরি কম প্রথম বক্সার হিসেবে বক্সিং চ্যাম্পিয়নশিপে অষ্টম পদক জিতে ফেললেন, এর আগে বিশ্বের সাতটি চ্যাম্পিয়নশিপ পদক উঠেছিল তাঁর ঝুলিতে৷ চলতি মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে তাঁর দৌড় দেখে বোঝাই গিয়েছিল একটি পদক নিশ্চিত তাঁর, এরপর কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে 5-0 পয়েন্টে হারিয়ে দিয়ে তাঁর বিভাগের শেষ চারে জায়গা করে নিয়েছিলেন

এরপর শনিবার সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা৷ তাই তাঁর ব্রোঞ্জ জয় ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে৷ এ বার তিনি খেলবেন 51 কেজি বিভাগে, এর আগে তিনি খেলতেন 48 কেজি বিভাগে আর সেখানেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব ছাড়াও এশিয়ান গেমসের স্বর্ণপদক, ব্রোঞ্জ পদক এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ হওয়ার পাশাপাশি বার বার বিভিন্ন প্রতিযোগিতায় সেরার সেরা পুরস্কৃত হয়েছেন মেরি কম৷

সম্পর্কিত খবর