বাংলা হান্ট ডেস্ক: কয়েক বছর আগে, দেশীয় মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ “Samvad”-এর প্রসঙ্গ উঠে এসেছিল খবরের শিরোনামে। পাশাপাশি, সেই সময় এটাও প্রকাশিত হয়েছিল যে, ভারত (India) তার নিজস্ব মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ তৈরি করছে। যেটি ব্যবহারকারীদের WhatsApp-এর মতো ফিচার্স উপলব্ধ করবে। তবে, ভারত একটি নয়, দু’টি মেসেজিং অ্যাপ তৈরিতে নিযুক্ত রয়েছে। একটির নাম হল Samvad এবং অন্যটি হল Sandes।
এমতাবস্থায়, এবার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে Samvad অ্যাপ। শুধু তাই নয়, এবার এই অ্যাপ সম্পর্কে একটি বড় আপডেটও সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Samvad অ্যাপ ইতিমধ্যেই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation) অর্থাৎ DRDO থেকে সবুজ সংকেত পেয়েছে।
মূলত, Samvad অ্যাপ DRDO-র সিকিউরিটি টেস্টে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি, এই অ্যাপটিকে Trust Assurance Level (TAL) 4-এর জন্য ক্লিয়ার করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই অ্যাপটি ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (CDoT) দ্বারা তৈরি করা হয়েছে। পাশাপাশি, Samvad অ্যাপ অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে।
Samvad app developed by CDoT for IN was security tested by DRDO and cleared for Trust Assurance Level(TAL) 4. The app which runs on Android and iOS provides Voice and text messaging with end to end security.@DefenceMinIndia @SpokespersonMoD @indiannavy pic.twitter.com/Vc69fUKGUf
— DRDO (@DRDO_India) February 16, 2024
কি জানিয়েছে DRDO: ইতিমধ্যেই DRDO সোশ্যাল মিডিয়া অ্যাপ “এক্স”-এ পোস্ট করে Samvad অ্যাপ সম্পর্কে বড় তথ্য দিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে যে, “CDoT দ্বারা তৈরি Samvad অ্যাপটি DRDO-র সিকিউরিটি টেস্ট এবং Trust Assurance Level (TAL) 4 পাস করেছে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS-এ এন্ড-টু-এন্ড সিকিউরিটি সহ ব্যবহারকারীদের ভয়েস এবং টেক্সট মেসেজিংয়ের সুবিধা উপলব্ধ করে।”
আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! এবার আরও সহজে পৌঁছে যান উত্তরবঙ্গ, কেটে গেল দীর্ঘদিনের জট
ব্যবহার করার জন্য দিতে হবে পার্সোনাল ডিটেলস: উল্লেখ্য যে, আপনিও Samvad অ্যাপটি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে CDoT-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য বিভিন্ন পার্সোনাল ডিটেলস প্রদান করতে হবে। যেখানে আপনার নাম, ইমেইল আইডি, ঠিকানা, অর্গানাইজেশনের নাম, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে। এরপরে, আপনার ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। যা আপনাকে ভেরিফাই করতে হবে। তবে, এটি এখনও ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হয়নি।
আরও পড়ুন: পঞ্চভূতে বিলীন হলেন জৈন সমাজের “বর্তমান মহাবীর”! শোকের ছায়া সমগ্ৰ দেশজুড়ে, স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
WhatsApp-এর মতো ফিচার্সগুলি Samvad-এ পাওয়া যাবে: CDoT-এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Samvad ব্যবহারকারীরা ওয়ান টু ওয়ান এবং গ্রুপ মেসেজিং-এর সুবিধা পাবেন। এর পাশাপাশি, ব্যবহারকারীরা WhatsApp-এর মতো Samvad অ্যাপেও কল করতে পারবেন। শুধু তাই নয়, ব্যবহারকারীরা WhatsApp-এর মতোই স্ট্যাটাস যুক্ত করার অপশনও পাবেন। পাশাপাশি, এখানেও ছবি এবং ডকুমেন্ট শেয়ার করা যাবে।