এবার দীর্ঘদিন ধরে খেলা বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা উঠল মেসির। বার্সেলোনার বর্তমান কোচ জোসেপ মারিয়া বার্তামেউ শুক্রবার বলেন যদি মেসি চান তাহলে মরসুম শেষে মেসি ক্লাব ছেড়ে চলে যেতে পারেন।
2004 সাল থেকে বার্সেলোনার সিনিয়র ফুটবল দলের হয়ে খেলছেন 5 বার ব্যালন ডি’আর জয়ী মেসি। 2017 সালে ফের চার বছরের জন্য মেসির সাথে চুক্তি বাড়ায় বার্সেলোনা। মেসি গত 15 বছর ধরে এই একই ক্লাবের হয়ে খেলছেন ফলে মেসিই এখন এই ক্লাবের প্রধান ভরসা সেই সাথে মেসির মত ধারালো অস্ত্র ব্যবহার করে এতদিন পর্যন্ত অনেক ম্যাচ জিতেছে বার্সেলোনা। আর তাই বার্সেলোনার কোচ জোসেফ মারিয়া বলেন যেহেতু মেসি এতদিন ধরে এই ক্লাবের হয়ে খেলছেন তাই আমাদের মধ্যে পারস্পরিক একটা বিশ্বাস আছে। আর এই বিশ্বাসের ভিত্তিতেই যদি মেসি চান বার্সেলোনা ক্লাব ছেড়ে অন্য দলে চলে যেতে তাহলে তাকে কোনো প্রকার বাধা দেবে না দল। মেসির সাথে ক্লাবের চুক্তি আছে 2021 সাল অব্দি কিন্তু বার্সেলোনা হেড কোচ মনে করেন যে মেসি চাইলে তার আগেও তাকে ছেড়ে দিতে পারে ক্লাব এতে কোন অসুবিধা হবেনা বার্সেলোনা ক্লাবের।
সেই সাথে এইদিন বার্সেলোনার হেডস্যার জোসেফ মারিয়া জানানা যে, কিংবদন্তি জাভি, ইনিয়েস্তা এবং পুত্তলের সাথেও এমন ভাবেই চুক্তি করেছিল বার্সা। এই চুক্তির ভিত্তিতে এনাদের মত বড় বড় প্লেয়ারদের এই টুকু স্বাধীনতা দেওয়া থাকে যাতে তারা চাইলেই অন্যা ক্লাবে চলে যেতে পারেন। সেই সাথে তিনি এটাও বলেন যে, কিন্তু আমাদের কোনো চিন্তা নেই কারণ এনারা কেউই মাঝপথে বার্সা ছেড়ে যাবেন না কারণ এইটুকু দায়বদ্ধতা এঁদের রয়েছে।
এই মুহূর্তে চোট থাকার কারণে মেসি দলের মধ্যে থাকলেও কোন ম্যাচে মাঠে নামতে পারছেন না, প্রতিদিনই গ্যালারিতে বসে ম্যাচ দেখতে হচ্ছে মেসিকে। অপরদিকে বার্সা কোচ এটাও জানান যে এতদিন ধরে যে জল্পনা চলছে নেইমার আসতে পারে বার্সেলোনায় কিন্তু জানুয়ারি মাসে নতুন ভাবে ট্রান্সফার উইনডো খুললেও তারা আর নেইমারকে তাদের দলে নিতে চান না।