বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর ভারতে এসেছেন লিওনেল মেসি (Messi GOAT India Tour)। যেখানে তিনি প্রথমে সফর করেন কলকাতায়। তবে, কলকাতার যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার সম্মুখীন হতে হয় মেসিকে। যেই কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন তিনি। যার ফলে অনুরাগীরাও ক্ষুব্ধ হয়ে পড়েন। এমনকি, গোটা স্টেডিয়ামে রীতিমতো ধ্বংসলীলা চালানো হয়।
হায়দরাবাদে সুপারহিট মেসি শো (Messi GOAT India Tour):
ঠিক তার কয়েক ঘণ্টা পরেই হায়দরাবাদে দেখা গেল অন্য চিত্র। ফুটবলের রাজপুত্র মেসির হায়দরাবাদ সফর রীতিমতো সুপারহিট। নির্ধারিত সূচি অনুযায়ী, রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রায় এক ঘন্টা ধরে ছিলেন মেসি। সেই সময়ে তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেন এবং প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া খেলোয়ারদের হাতে ট্রফিও তুলে দেন।
VIDEO | Telangana: Hyderabad: Argentine football icon Lionel Messi interacts with Rahul Gandhi at Rajiv Gandhi International Stadium.
(Source: Third Party)#MessiInIndia #Hyderabad #Telangana pic.twitter.com/2w20Y2aiai
— Press Trust of India (@PTI_News) December 13, 2025
শুধু তাই নয়, খুদে ফুটবলারদের সঙ্গে খেলার পাশাপাশি সুয়ারেজ এবং রদ্রিগেজকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করতেও দেখা যায় তাঁকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দর্শকদের উদ্দেশ্যে বাম পায়ের জাদু দেখিয়ে বল ছুঁড়ে দেন তিনি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়েছেন হায়দরাবাদের দর্শক।
আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দিল ভারত! প্রতি ৪০ দিনে মিলছে নতুন যুদ্ধজাহাজ, শক্তি বাড়ছে নৌবাহিনীর
মাত্র কয়েক ঘন্টা আগে যেখানে কলকাতায় মেসিকে দেখতে না পেয়ে অনুরাগীরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন, কিন্তু হায়দরাবাদে দেখা গেল তার উল্টো ছবি। সেখানে অনুরাগীদের মন জয় করেছেন ফুটবলের রাজপুত্র। এছাড়াও, রাহুল গান্ধীর পাশাপাশি আয়োজকদের প্রশংসাও করেন মেসি। অর্থাৎ, সোজা কথায় কলকাতা যা করে দেখাতে পারেনি সেটাই করে দেখাল হায়দরাবাদ।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মেসি তাঁর এই ভারত সফরে চারটি শহরে যাবেন। যার মধ্যে শনিবার তিনি কলকাতা এবং হায়দরাবাদে পৌঁছেছেন। আগামীকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর মেসি মুম্বাইতে অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর আগামী ১৫ তারিখ দিল্লিতে সফর করবেন তিনি।












