চার হাজারের টিকিট, ২০০ টাকার জল! যুবভারতীতে ১০০ কোটির ঘাপলার অভিযোগ, ED তদন্তের দাবি অর্জুন সিং-র

Published on:

Published on:

Messi In Kolkata Arjun Singh Flags 100 Crore Irregularities
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মেসিকে দেখতে গিয়ে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। টিকিট কেটেও বহু দর্শক প্রিয় ফুটবলারকে দেখতে পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মাঠের ভিতরে ও বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনার পর প্রায় ১০০ কোটি টাকার ঘাপলার অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।

মেসিকে “চুরি করে নিয়ে যাওয়া হয়েছে”, দাবি অর্জুন সিংয়ের (Arjun Singh

অর্জুন সিং (Arjun Singh) দাবি করেন, মাঠ থেকেই মানুষের আওয়াজ উঠেছিল “আমরা মেসিকে দেখতে এসেছিলাম।” তিনি বলেন, স্টেডিয়াম বুকিং প্রতীকীভাবে পাঁচ টাকা বা এক টাকা দিয়েও হয়ে থাকতে পারে, তাতে আপত্তি নেই। তবে সাধারণ মানুষের আপত্তি ছিল অন্য জায়গায়। তিনি অভিযোগ করেন, ১০ টাকার জলের বোতল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি অর্জুন দাবি করেন, মেসিকে “চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।” অর্জুন সিংয়ের মতে, এই গোটা ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে।

প্রাক্তন সাংসদ (Arjun Singh) আরও অভিযোগ তুলে বলেন, মাঠে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের দেখানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে। তাঁর দাবি, কোটি কোটি টাকা খাওয়া হয়েছে। সেই কারণেই দ্রুত ইডি তদন্ত হওয়া দরকার। কী চুক্তি হয়েছিল এবং কোন চুক্তিতে লোকসান হয়েছে, তা প্রকাশ্যে আনার দাবিও জানান তিনি।

এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন সিং (Arjun Singh)। তিনি প্রশ্ন তোলেন, কেন ডিজিকে মাঝপথে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হল। অর্জুন সিংয়ের দাবি, ডিজি আবেগে কিছু কথা বলে ফেলেছিলেন এবং তা সবাই বুঝতে পেরেছিলেন। তাঁর কথায়, বক্তব্য দেওয়ার দু’মিনিটের মধ্যেই ডিজিকে প্রেস কনফারেন্স ছেড়ে উঠতে হয়।

উল্লেখ্য, মেসিকে দেখার জন্য কেউ চার হাজার, কেউ আট হাজার, আবার কেউ ১০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু বিশৃঙ্খলার কারণে বহু দর্শক মাঠে ঢুকেও মেসিকে দেখতে পাননি। এই নিয়ে পুলিশ এবং অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। মাঠের ভিতরে ও বাইরে বেপরোয়া ভাঙচুর চলে। সরকারি সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ।

Messi In Kolkata Arjun Singh Flags 100 Crore Irregularities

আরও পড়ুনঃ ছোট ভুলেই বড় বিপদ! শিক্ষক নিয়োগে ১৩২৭ জনকে বাদ দিল SSC, কারণ কি?

এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার টাকা ফেরত দেওয়ার কথা জানান। তবে মেসিকে ঘিরে যুবভারতীর এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক আরও তীব্র হয়েছে।