বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারার পর অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এরপর মেক্সিকো এবং পোল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে ২-০ ফলে জিতে গ্রুপের শীর্ষস্থানে উঠেই নক আউট নিশ্চিত করেছিল মেসিরা। শনিবার রাতে তাদের প্রতিপক্ষ ছিল গ্রূপ ডি থেকে দ্বিতীয় স্থান অধিকার করে নক-আউটে পৌঁছনো অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের একদম শুরুর মুহূর্তটা ছিল চমৎকার। ফ্রান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে গোল করে এগিয়ে গিয়েছিলেন অজিরা। কিন্তু তারপর সেই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় এবং ৪-১ ফলে অজিদের হারায়।যদিও ওই ম্যাচে বড় ব্যবধানে হারের পর তিউনিশিয়া এবং ডেনমার্কের বিরুদ্ধে ১-০ ফলে ম্যাচ জিতে নক-আউটে পৌঁছেছিল অস্ট্রেলিয়া।
আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ফুটবলাররা হুমকি দিয়েছিলেন যে তারা চমক দেখাবেন। কিন্তু সেই দাবি শেষপর্যন্ত ফাঁকা আওয়াজ হয়েই থেকে গেলো। আর্জেন্টিনাকে কার্যত ম্যাচটি উপহারই দিয়ে দিলো অজিরা। মেসি, আলভারেজদের দাপটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।
যদিও প্রথমার্ধে বেশ কিছুটা সময় অস্ট্রেলিয়া খেলাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং তাতে কিছুটা সফল হয়েছে। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটে বিপদজনক জায়গায় আর্জেন্টিনাকে ফ্রি কিক উপহার দেয় তারা। ডাইরেক্ট ফ্রি কিক গোলকিপার বাঁচিয়ে দিলেও রিবাউন্ড থেকে ফিরে আসা বল জটলার মধ্যে পেয়ে বাঁ পায়ের একটি নিখুঁত প্লেসমেন্টে নিজের বিশ্বকাপ কেরিয়ারের ৯ নম্বর ও ম্যাচের প্রথম গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। আজ নিজের সিনিয়র ফুটবল কেরিয়ারের ১০০০ তম ম্যাচটি খেলতে নেমেছিলেন আর্জেন্টিনার মহাতারকা। বিশ্বকাপে গোলের নিরীখে কিংবদন্তি মারাদোনাকে টপকে গিয়ে খুব ভালোভাবেই এই দিনটিকে স্মরণীয় করে রাখলেন তিনি।
অবশ্য চমকের শেষ এখানেই ছিল না। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে আর্জেন্টিনার পক্ষে ২-০ করে দেন জুলিয়ান আলভারেজ। এরপর বেশ কিছু পরিবর্তন করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে তারই মধ্যে ৭৭ মিনিটে একটি গোল শোধ করে অস্ট্রেলিয়া যেটি আত্মঘাতী গোল ছিল। শেষদিকে যে অস্ট্রেলিয়া চেষ্টা করেনি, তা নয়, তবে কোনও লাভ হয়নি। ডিফেন্সে লিজান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমি মার্টিনেজ রক্ষা করে আর্জেন্টিনাকে। ২-১ ফলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। পরের ম্যাচে প্রতিপক্ষ লুইস ভ্যান হালের নেদারল্যান্ডস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।