মেসি দেখতে গিয়ে বিশৃঙ্খলা, যুবভারতী কাণ্ডে হাই কোর্টে একাধিক মামলা, কবে শুনানি?

Published on:

Published on:

Messi Visit Chaos Reaches Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর যে স্মরণীয় উৎসব হয়ে উঠবে, এমনটাই আশা করেছিলেন শহরবাসী। কিন্তু সেই সফর ঘিরেই যুবভারতী স্টেডিয়ামে তৈরি হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। দামী টিকিট কেটেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এবার সেই ঘটনার রেশ গড়াল আদালত পর্যন্ত। যুবভারতী কাণ্ডে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)

হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা

জানা গিয়েছে, সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যুবভারতী কাণ্ডে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানান আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

মেসি সফরের দিন কী ঘটেছিল?

গত ১৩ ডিসেম্বর, শনিবার যুবভারতী স্টেডিয়ামে মেসির সফর ঘিরে চরম বিশৃঙ্খলার ছবি সামনে আসে। ‘ফুটবল ঈশ্বর’কে একবার দেখার আশায় বহু সমর্থক সাধ্যের বাইরে গিয়ে চড়া দামে টিকিট কেনেন। কিন্তু নির্ধারিত সময়ে মেসি মাঠে প্রবেশ করলেও তাঁকে ঘিরে ভিআইপি-দের ভিড় এতটাই বেশি ছিল যে সাধারণ দর্শকরা মেসির অবয়ব পর্যন্ত দেখতে পাননি।

দামী টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভ দ্রুত বিক্ষোভে রূপ নেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে উন্মত্ত জনতা মাঠের ভিতরে ঢুকে পড়ে। শুরু হয় ভাঙচুর। চেয়ার ভাঙা, জলের বোতল ছোড়া, ব্যানার ও পোস্টার টেনে ছিঁড়ে ফেলার মতো একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে যায় মুহূর্তের মধ্যে।

আয়োজকদের দিকে অভিযোগের আঙুল

এই গোটা ঘটনার দায় গিয়ে পড়ে আয়োজক সংস্থার উপর। সেই সময় মেসির সঙ্গে হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। জনরোষ সামলাতে তাঁকে দমদম বিমানবন্দর থেকে প্রথমে আটক করে পুলিশ। পরে সিআইএসএফের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে শতদ্রু দত্ত ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

এই ঘটনার তদন্তে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। সেই সিটের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। চলতি সপ্তাহেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

ক্ষতিপূরণের দাবি

এদিকে, যুবভারতী কাণ্ডে আমজনতার আর্থিক ক্ষতির প্রসঙ্গ তুলে ইডিকে দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন আইনজীবী মৈনাক ঘোষাল। তাঁর আবেদনে বলা হয়েছে, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত যুবভারতী স্টেডিয়ামের মেরামতের খরচ যেন আয়োজক সংস্থার অর্থেই করা হয়। পাশাপাশি, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে। এছাড়াও, গোটা তদন্ত যেন আদালতের নজরদারিতে হয়, সেই দাবিতে পৃথক মামলা দায়ের হয়েছে।

Messi Visit Chaos Reaches Calcutta High Court

আরও পড়ুনঃ ভোটার তালিকা নিয়ে চাপ বাড়লেও নিজের কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বললেন…

মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া এই বিশৃঙ্খলা নিয়ে এখন নজর কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দিকে। আগামী শুনানিতেই স্পষ্ট হতে পারে, কোন পথে এগোবে এই মামলার ভবিষ্যৎ।