PSG-র হতাশার রাতে নিষ্প্রভ মেসি! তার ভাইয়ের বার্সা বিরোধী বক্তব্যে বাড়লো বিতর্ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের (UCL) নকআউট পর্যায়ে শুরু হতে আর ১ সপ্তাহও বাকি নেই। তার আগে কোপা দে ফ্রান্স বা ফ্রেঞ্চ কাপের ম্যাচে বড় ধাক্কা খেলো পিএসজি (PSG)। মার্সেইয়ের (Marseille) কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন মেসিরা (Lionel Messi)। এই নিয়ে টানা দুইবার ঘরোয়া ফ্রেঞ্চ কাপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হল।প্যারিসের ক্লাবটি। খুব স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন সমর্থকরা।

এই ম্যাচে প্রথমেই চিলের তারকা ফুটবলার অ্যালেক্সিস স্যাঞ্চেজের পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল মার্সেই। এরপর প্রথমার্ধের একেবারে শেষে নেইমারের নেওয়া কর্নার থেকে হেড করে প্যারিসের ক্লাবটিকে সমতায় ফিরিয়েছিলেন সার্জিও র‍্যামোস। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে রুশলান ম্যালিনভস্কির গোলে ফের এগিয়ে যায় মার্সেই। কিন্তু এরপর অনেক চেষ্টা করেও আর ম্যাচের ফেরা সম্ভব হয়নি পিএসজির পক্ষে।

ফ্রেঞ্চ কাপে নিজেদের পূর্ণশক্তির দলই নামিয়েছিল পিএসজি। দলে শুধুমাত্র চোটের কারণে ছিলেন না তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। তিনি অবশ্য আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বড় ম্যাচও থাকবেন না চ্যাম্পিয়ন্স লিগে। জার্মান জায়ান্টদের বিরুদ্ধে মাঠে নামার আগে এই জয় কিছুটা আত্মবিশ্বাসে আঘাত দেবে মেসিদের।

Messi Mbappe

এরই মধ্যে লিওনেল মেসিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরও একটি বিতর্ক। মেসির পুরোনো ক্লাব বার্সেলোনা (FC Barcelona) যারা মেসির প্রতিভাকে অত্যন্ত অল্প বয়সে চিহ্নিত করতে পেরে তাকে বড় মঞ্চে তুলে এনেছিল সেই ক্লাবকেই অপমান করেছে তার নিজের ভাই মাতিয়াস মেসি। মেসি ছাড়া বার্সেলোনার কোন অস্তিত্ব এবং ইতিহাস নেই বলে উল্লেখ করেছেন তার ভাই।

তিনি বলেছেন, “আমি সম্প্রতি একটা আর্টিকেল দেখছিলাম যেখানে লেখা হয়েছিল যে এই মরশুমের শেষে মেসি বার্সেলোনায় ফিরতে পারে। সেটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন হুয়ান লাপোর্তাকে (বার্সা প্রেসিডেন্ট) ক্লাব থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। মেসির আগে বার্সেলোনার কোন ইতিহাস ছিল না। আজ বার্সেলোনা এই জায়গায় আছে শুধুমাত্র মেসির জন্য। কিন্তু স্প্যানিশ মানুষরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর