রাতারাতি গায়েব ব্রিজ! পুলিশের সন্দেহ চোরের দিকে

বাংলা হান্ট ডেস্ক: রাতারাতি ব্রিজ গায়েব হয়ে যাওয়ায় চিন্তায় স্থানীয় প্রশাসন। রাশিয়ার আর্টিক অঞ্চলের উম্বা নদীর ওপর বেশ কিছুদিন ধরে তৈরি হচ্ছিল একটি ব্রিজ। প্রায় শেষের পর্যায়ে চলে এসেছিল ব্রিজ তৈরির কাজ। হঠাৎই দেখা গেল সেই ব্রিজের ৭৫ ফুট অংশ গায়েব হয়ে গেছে।
802e8 images 3 1

প্রথম রাশিয়ার এক ব্যক্তি গায়েব হয়ে যাওয়া ওই ব্রিজের অংশের ছবি পোস্ট করে করেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং গিয়ে পৌঁছয় রাশিয়ার প্রশাসনের কাছে।

এরকম আশ্চর্য ঘটনায় চিন্তায় পড়ে গিয়েছে স্থানীয় প্রশাসন। কোনভাবেই ব্রিজের এতটা অংশ ভেঙে পড়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাকৃতিক বিপর্যয় ও ব্রিজের এমন অবস্থা হওয়া উচিত নয়। কিন্তু ব্রীজের এমন অবস্থা হল কি করে? এই মামলার দায়িত্ব থাকা একজন পুলিশ অফিসার বলেছেন,”সেতু থেকে জিনিস চুরি করে চোরেরা বিক্রি করেও থাকতে পারে।আমরা তদন্ত চালাচ্ছি।যদিও চোরেদের পরিচয় এর ব্যাপারে এখন তেমন কিছু জানা যায়নি। “


সম্পর্কিত খবর