বাংলাহান্ট ডেস্ক : খুব শীঘ্রই অপেক্ষার অবসান ঘটতে চলেছে শহরবাসীর। ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটা অংশ পথ চলা শুরু করছে আগামী ১৫ই মার্চ থেকে। জলের তলা দিয়ে এবার মেট্রো করে পৌঁছে যাওয়া যাবে হাওড়া ময়দানের পশ্চিম প্রান্ত থেকে শহরের পূর্ব প্রান্ত রুবিতে। বলতে গেলে বেশ খানিকটা পরিবর্তন আসতে চলেছে শহরের পরিবহণ মানচিত্রে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনের উদ্বোধন করেছেন। এরমধ্যে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটি অংশ। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, আগামী ১৫ই মার্চ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। এসপ্ল্যানেড এবং কবি সুভাষের দুটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন রয়েছে যেটি নীল, সবুজ এবং কমলা লাইনকে সংযুক্ত করেছে।
আরোও পড়ুন : Jio অতীত! এবার নয়া চমক আম্বানির, সব্বাইকে টেক্কা দিতে আসছে ‘হনুমান’
একই সাথে যাত্রীরা নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (অরেঞ্জ লাইন) এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের (ব্লু লাইন) বিভিন্ন স্টেশনে পৌঁছাতে পারবেন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে।মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সম্প্রতি ভাড়ার চার্ট ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে মাত্র ১০ টাকা খরচ পড়বে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে সফর করার জন্য।
আরোও পড়ুন : কম খরচে সিকিম-দার্জিলিং ভ্রমণের দুর্দান্ত সুযোগ, ধামাকা প্যাকেজ আনল IRCTC
হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল, চাঁদনি চক বা পার্ক স্ট্রিট যেতে খরচ পড়বে ১৫ টাকা। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, একটি টোকেন বা স্মার্টকার্ড পাঞ্চ করেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরে এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের বিভিন্ন স্টেশনে সহজেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এক নজরে ভাড়ার তালিকা দেখে নিন।
দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া থেকে হাওড়া ময়দান ৩০ টাকা। দমদম বা শ্যামবাজার থেকে হাওড়া ময়দান ২৫ টাকা। কালীঘাট বা নেতাজি থেকে হাওড়া ময়দান ২৫ টাকা। মাস্টারদা সূর্য সেন বা কবি সুভাষ থেকে হাওড়া ময়দান ৩০ টাকা। সত্যজিৎ রায় থেকে হাওড়া ময়দান ৩৫ টাকা। জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত থেকে হাওড়া ময়দান ৪০ টাকা। হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া ময়দান ৫০ টাকা।